image

তারেক রহমানের জনসভা, ময়মনসিংহ-গাজীপুরে নেতাকর্মীদের ঢল

সংবাদ অনলাইন রিপোর্ট

দীর্ঘ প্রায় ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সার্কিট হাউস ময়দানে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সেই জনসভাকে ‘জনসমুদ্রে’ পরিণত করতে সকাল থেকেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

ইতোমধ্যে ৬৪ ফুট লম্বা আর ৪৪ ফুট প্রস্থের সভামঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের মাঝে স্থাপন করা হয়েছে এলইডি পর্দা। যার দুপাশে বিশাল ব্যানার টানানো হয়েছে। মঞ্চের এক পাশে ‘আই হ্যাব এ প্ল্যান’ আর অন্যপাশে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানার ঝুলানো। বেলা আড়াইটার দিকে মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেবেন বিএনপি প্রধান।

জনসভাস্থলের নিরাপত্তায় ২০টি সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রস্তুত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দিবাগত রাত থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা–কর্মী ও সমর্থকেরা সভাস্থলে জড়ো হচ্ছেন।

এর আগে ২০০৪ সালে সর্বশেষ ময়মনসিংহে দলের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন তারেক রহমান। প্রায় ২২ বছর পর নির্বাচনী জনসভা করতে আসছেন তিনি। কর্মসূচিকে কেন্দ্র করে নগরজুড়ে পোস্টার ও প্যানায় স্বাগত জানানো হয়েছে দলীয় প্রধানকে।

২১ বছর পর গাজীপুরে

ময়মনসিংহের জনসমাবেশ শেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে নির্বাচিনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। দীর্ঘ প্রায় ২১ বছর পর তার আগমনকে কেন্দ্র করে জেলার সর্বত্র সাজ সাজ রব। দলীয় ব্যানার ফেস্টুনসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজবাড়ী ময়দান। সুবিশাল মঞ্চের পেছনে বিশাল এলইডি স্ক্রিন, মাইকসহ সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। পুরো ময়দানকে সজ্জিত করা হয়েছে আলোক শয্যায়।

সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী মঞ্চের চারপাশসহ ময়দানে অবস্থান নিয়েছেন। তারা নেতাদের নির্দেশনা বিভিন্ন দায়িত্ব পালন করছেন। দায়িত্বরত নেতারা জানান, দলীয় প্রধানকে বরণ করে নেওয়ার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি উপজেলা ও মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে জনসভায় যোগ দেবেন।

তথ্যমতে, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় এসেছিলেন। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূইয়া। তারেক রহমান ২০ বছর ৯ মাস ২৮ দিন পর গাজীপুরে দলীয় কর্মসূচিতে আসছেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি