image
ছবি-মানিকগঞ্জের সাটুরিয়ার হাজিপুর গ্রামে পীরজাদা মোশারফ হোসেন চাঁনশাহ ওরশ মোবারকে ভোটারদের সাথে কূশল বিনিময় ও লিফলেট বিতরণ করছেন ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা।

যারা ৭১ এর চেতনাকে স্বীকার করে না,তাদের ক্ষমতায় আনলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে: সাটুরিয়ায় বিএনপির রিতা

প্রতিনিধি,মানিকগঞ্জ

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খান রিতা বললেন যারা ৭১ এর চেতনাকে স্বীকার করে না, তাদের ক্ষমতায় আনলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে। স্বাধীনতার যারা বিরোধিতা করেছিল তারাই নাকি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনে যেমন ফ্যাস্টিটরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমনি দেশ বিরোধীদেরও প্রত্যাখান করতে হবে।

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন চাঁনশাহর বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আফরোজা খান রিতা এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, ধানের শীষে ভোট দিলে দেশে আবার শান্তি ফিরে আসবে। দেশের উন্নয়ন হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে হেল্থ কার্ড, কৃষি কার্ড ও নারীদের জন্য কার্ড করে দেওয়া হবে। বিশেষ করে তরুণদের কর্মকস্থান করা হবে। তাই তিনি তরুণ ভোটারদের উদ্দ্যেশে বলেন, তরুণরাই আগামী দিনে নেতৃত্বের বিশেষ ভূমিকা রাখবে।

রিতা আরো বলেন, ‘যারা ৫ আগষ্টের পর বিভিন্ন স্থানে মাজার ভাংচুর করেছে তারা কারা। তারা ক্ষমতায় আসলে দেশে একটি মাজার রাখবে না। তারা ধর্মকে বিক্রি করে ও ইসলামের দোহাই দিয়ে ভোট চাচ্ছে। আপনারা এসব কথায় কান দিবেন না। বিএনপিই পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে।’

আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন করার সুযোগ চান তিনি। পরে তিনি নারীর পুরুষ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে লিফলেট বিতরণ করেন। পরে তিনি ভাটারা বাজারে কৃষক দলের জনসভায় যোগ দেন।

আমেরিকা প্রবাসী পীরজাদা মোশারফ হোসেন চাঁনশাহ বলেন, মানিকগঞ্জ-৩ আসনটি নানাদিক থেকে গুরুপ্তপূর্ণ। এই আসনটিতে অদূর ভবিষ্যতে একটি সম্ভবনাময় শিল্প এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া কৃষিজ (শাক সবজি) ও তরী তরকারি দ্রব্য উৎপাদনে এই আসনটি জাতীয় পর্যায়ে গুরুপ্ত ভূমিকা রেখে চলেছে। এই আসনে আরো শিল্প কল কারখানা করার উদ্দ্যোগ গ্রহন করা হবে। এতে বেকার তরুণ তরুণীদের কর্মস্থান হবে। তাই সার্বিক বিবেচানায় বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে মানিকগঞ্জ ৩ আসনটি গুরুপ্ত অপরীসিম। সেই লক্ষে তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহবান করেন এবং মাজার ভাঙ্গাকারীদের বয়কট করার জন্য ভক্তদের প্রতি আহবান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, শাহীন আজাদ বিল্পব, শ্রমিক দলের সভাপমি মো. মিজানুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মহসিনউজ্জান মহসিন, যুবদলের আহবায়ক আমীর হামজা ও কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিক।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি