কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাকে ‘চরম অপমান’ বলে বর্ণনা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার, (২৭ জানুয়ারী ২০২৬) সন্ধ্যায় বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘এ ক্রিকেট বিশ্বে, বাংলাদেশকে আলোকিত করেছেন পেসার মোস্তাফিজুর রহমান। এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিলো না। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-২০ বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি। যা দেশের প্রতি ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এ রকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি-২০ খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড (আইসিসি) এই সংগত দাবিটাকে মানলো না। এতে আমরা দুঃখিত, আমরা লজ্জিত।
আইসিসির উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, এখনও সময় আছে, আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি-বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়। এরপর গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি। এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নির্বাচন বিষয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াত চাঁদাবাজদের থামিয়ে দেবে। এছাড়া বেকারদের ভাতা না দিয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান গড়ে তোলা হবে। আমাদের মতো অনেকেই মাজলুম ছিলেন কিন্তু ২০২৪-এর ৫ আগস্টের পরে তাদেরই কেউ কেউ জালেম হয়ে গেলো। ৮শ’- ১২শ’ মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, এটা আমরা চাই না। সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার বিষয় নিয়ে তিনি বলেন, যেখানে মা-বোনদের ওপরে হামলা হবে যুবকরা সেখানেই গিয়ে জবাব নিতে হবে। বলতে হবে তিনি আমার মা। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাও. রেজাউল করিমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এ সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি জেনারেল অধ্যাপক মো. গোলাম পরওয়ার, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদসহ অন্য নেতারা।