আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে, নরসিংদী-২ আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান ধানের শীষের মার্কা নিয়ে গত ২২ জানুয়ারি থেকে দলীয় নেতরা ও কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় প্রতিদিনই সকাল হতে রাত অবধি কোমড় বেঁধে মাঠে নেমেছেন। গত ২২ জানুয়ারি এক বিশাল শোডাউনের মাধ্যমে তিনি প্রচারণায় মাঠে নামেন। গত ছয় দিনে ড. মঈন খান ঘোড়াশালের গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে উৎফুল্ল জনতার সামনে একের পর এক পথসভা, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।
প্রতিটি পথসভা ও উঠান বৈঠকে লক্ষ্য করার মতো লোকে লোকারণ্যে ভরপুর ছিল। তিনি বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে বলেন, সুশিক্ষা ছাড়া আমাদের দেশের শিশুরা কখনোই সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারবে না। শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের দরকার। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা নৈতিক শিক্ষাশৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলবে। এতে ভবিষ্যৎ প্রজন্মকে তারা সুশাসন ও উন্নয়নের দিকে নিয়ে যাবে। তিনি বলেন পলাশের জনগণ শান্তিপ্রিয় মানুষ। আমরা মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা সব মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা নরসিংদী-২ আসনের প্রতিটি এলাকায় জাতি ধর্ম বর্ণ মিলেমিশে পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলব।
ড. মঈন খান বলেন, আমি মানুষের সেবা করার জন্য রাজনীতি করি ক্ষমতার জন্য না। প্রমাণ দিয়েছি গত ৩৫ বছরে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। বিগত সময়ে আমি অত্যাচার জুলুমের শিকার হয়েছি। তবুও কখনোই নীতিচ্যুত হয়নি। দেশের ১৮ কোটি মানুষের সামনে ২০২৪ সালের ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মুখোশ খুলে দিয়েছিলাম। পুলিশ আমাকে উঠিয়ে নিয়ে গেলেও আটকে রাখতে পারেনি। কারণ আমি সততার শক্তিতে শক্তিশালী। অন্যায়ের কাছে কোনদিনই আপোষ করিনি। আমি কোনো মিথ্যাচার করিনি। এলাকায় একজন সৎ মানুষ থাকলে আমি তার সঙ্গে থাকব।
তিনি আরও বলেন, ১৯৯১ হতে ২০০৬ সাল পর্যন্ত আমি পলাশে যে উন্নয়ন করেছিলাম গত ১৭ বছরে তা ধ্বংস হয়ে গিয়েছিল। তাই আসন্ন নির্বাচনে পলাশসহ নরসিংদী-২ আসনসহ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে সবাইকে আহ্বান জানান। ধানের শীষে আপনার মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন। একদিন কষ্ট করে ভোট দিবেন ধানের শীষে আগামী পাঁচ বছর দেশ শান্তিতে থাকবে। ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি মনে করেন, দেশের কল্যাণের জন্য যে সৎভাবে কাজ করতে পারবে ও নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন তাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন।
এদিকে তিনি গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের তালতলী বাজারে নির্বাচনী পথ সভায় এ কথা বলেন। মঈন খান আরও বলেন, ইসলাম ধর্মের শিক্ষা কখনও অন্যায় করা যাবে না। মানুষের মতামতকে সম্মান দিতে হবে। আমি বিশ্বাস করি ইসলাম ধর্মের যে শিক্ষা সেটা গণতন্ত্রেরও শিক্ষা। সেই শিক্ষা গ্রহণ করে আসুন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষ সঠিক পথে চলি। এই দেশকে সুন্দর করে গড়ে তুলি, এই দেশকে শান্তির পথে গড়ে তুলি। আর এই শান্তি হলো ইসলামের মূলবাণী। আসুন দেশের প্রতিটি মানুষকে একজন সৎ নাগরিক হিসবে গড়ে তুলি। আর এটা ছিল রসূলের আদর্শ এবং শিক্ষা।
মঈন খান ভোটারদের উদ্দেশে আরও বলেন, এই দেশের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো সঠিক ব্যক্তিকে ভোট দেয়া। সঠিক নেতা ও ইমাম সৃষ্টি করা। দেশের ইমাম যদি ঠিক না থাকে তাহলে দেশ কিন্তু ঠিক থাকবে না। আমরা যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আছি সেখানে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইমাম ঠিক করবে দেশের মানুষ। আপনারা যদি সঠিক সৎ ও দেশপ্রেমিক মামুষকে ভোট না দিয়ে কোনো প্রতারক, যারা দেশের মানুষকে ভাঁওতা দেয়, সৎ ব্যক্তি নয় তাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে কিন্তু ইমাম দায়ী থাকবে না, ভোটাররা দায়ী থাকবে। তাই আসুন আমরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সৎ ও সঠিক নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচিত করি। এই নির্বাচনের মাধ্যমে বিশ্বের মানুষ যেন বুঝতে পারে, বাংলাদেশের ছোট্ট একটি দেশ হতে পারে কিন্তু এ দেশের ১৮ কোটি মানুষ সচেতন তারা সৎ পথে থাকে ও দেশকে ভালোবাসে।
এ পথ সভায় গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনের শামিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এমএ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইপ্তল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, গজারিয়ায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সারাদেশ: মহেশপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সারাদেশ: মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
সারাদেশ: করিমগঞ্জে ভোটের গাড়ি
সারাদেশ: শিবপুরে জাল নোটের বান্ডেলসহ একজন আটক