image
ছবিঃ সংগৃহীত

নাসিরনগরে এক মঞ্চে পাঁচ প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রতিনিধি, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে পাঁচ প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন। গতকাল বুধবার সকালে নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন নাসরিনের সভাপতিত্বে ইশতেহার পাঠ ও আলোচন অনুষ্ঠিত হয়। এক মঞ্চে উপস্থিতি সব প্রার্থী নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি মেনে চলার ঘোষণা দেন। এসময় নির্বাচনী ইশতেহার পাঠ করেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী এমএ হান্নান, জামায়াতে ইসলামী প্রার্থী, অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বারের সভাপতি অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, জাতীয় পার্টির প্রার্থী শাহ আলম, বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শরীফ মৃধা। ইশতেহার পাঠ শেষে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন, যৌথ বাহিনীর, মেজর ইমরন মাসুম, নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

‘রাজনীতি’ : আরও খবর

» ১৯ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

» অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে উচ্চ ব্যয়ের বরাদ্দ সন্দেহজনক, নতুন সরকারকে বিপদে ফেলবে: গণতান্ত্রিক অধিকার কমিটি

সম্প্রতি