image
ছবিঃ সংগৃহীত

শরণখোলার ধানের শীষের পক্ষে জনসভা

প্রতিনিধি, শরণখোলা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলার আমড়াগাছিয়া বহুমুখী হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী নির্বাচনী মিছিলসহ জনসভায় মিলিত হয়। ধানসাগর ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এমপি নির্বাচিত হয়ে এলাকা থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও ঘের দখল ইত্যাদি দূর করার চেষ্টা করব। এ সময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরু, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল, শরণখোলা উপজেলা বিএন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান দুলাল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজ।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির? আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তালুকদার মধু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মান্না, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ওরফে জিয়া মসজিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা ইব্রাহিম, বিএনপি নেতা মনির সিপাই ও ?ছাত্রদল নেতা শামীম শিকদার।

‘রাজনীতি’ : আরও খবর

» ১৯ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

» অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে উচ্চ ব্যয়ের বরাদ্দ সন্দেহজনক, নতুন সরকারকে বিপদে ফেলবে: গণতান্ত্রিক অধিকার কমিটি

সম্প্রতি