image
ছবিঃ সংগৃহীত

রূপগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো-দিপু

সংবাদদাতা, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ব্যাপক নির্বাচনী জনসংযোগ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।এই সময় রূপগঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাঙ্গীর গ্রামে জনসংযোগ কালে মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি শুনেছে, বাস্তবে তেমন কিছু পায়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি রূপগঞ্জ কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ ।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মাদকের সয়লাব, চাঁদাবাজি, বালুভরাট, ভূমি দস্যুর মূল উপড়ে ফেলবো। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, বিএনপি রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সদস্য নুর নবী ভূইয়া রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, আবু মোহাম্মদ মাসুম, ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক ইছা মোল্লা প্রমূখ।

‘রাজনীতি’ : আরও খবর

» ১৯ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

» অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে উচ্চ ব্যয়ের বরাদ্দ সন্দেহজনক, নতুন সরকারকে বিপদে ফেলবে: গণতান্ত্রিক অধিকার কমিটি

সম্প্রতি