এনসিপির আহব্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুথান করি নাই। বরং আর কেউ যাতে স্বৈরাচার হইতে না এজন্য গণ অভ্যুত্থান হয়েছিল। সেজন্য আমরা দাবী তুলেছিলাম রাষ্ট্র সংস্কারের নতুন বন্দোবস্তের। কিন্তু একটি দল প্রথম থেকেই সংস্কারের বিরোধ করেছে। তারা ফ্যাসিবাদী আমলের ৩১ দফা দিয়ে রাষ্ট্র সংসারের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ৫ আগস্টের পর দেখলাম তাদের সেই প্রতিশ্রুতি নেই।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর ঘোড়াশালের পোস্ট অফিস রোডে ১১ দলের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহব্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। নরসিংদী-২ আসনের ১১ দলের প্রার্থী সারোয়ার তুষারের সভাপতিত্বে নির্বাচনী প্রচারণায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, যারা আবারও আওয়ামী লীগকে ফেরাতে হতে চায়, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদের বিতাড়িত করব। সভায় আরো উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম রাকিব, আওলাদ হোসেন জনি প্রমুখ।
নাহিদ ইসলাম বলেন, তারা এখন নতুন নতুন কথার ফুলঝুরি দিচ্ছে। ঋণখেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নেয়ার চেষ্টা করা হচ্ছে। দ্বৈত নাগরিকত্বদের নমিনেশন দিয়ে সংসদে নেয়ার চেষ্টা চলছে। নতুন করে লুটপাট এবং ঋণখেলাপী, টাকা পাচারের নতুন পরিকল্পনা নতুন প্লান করা হচ্ছে। এসব প্লানের বিরুদ্ধে আপনারা জবাব দিবেন ব্যালট বিপ্লবের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি।
তিনি বলেন, যে দল বিভিন্ন কার্ডের কথা বলছে তারা ২০০১ সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল দরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিবে, শ্রমিক কৃষককে পেনশন মওকুফ করে দিবে, বেকার ভাতা-দিবে। এগুলো তাদের নির্বাচনী ইশতেহার ছিল। কিন্তু নির্বাচিত হয়ে তারা একটি কথাও রাখতে পারেনি। বংলাদেশের মানুষ তরুনদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থান এসেছিল, তরুণদের প্রতি আশা ভরসা এখনো রয়েছে।সেই আশা ভরসার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এ সময় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন তিনি।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
আন্তর্জাতিক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫