আগামী নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে রাজশাহী অঞ্চলের কৃষি ও পানি সমস্যার স্থায়ী সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণাও দিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পুরো অঞ্চলের মানুষের উপকার হবে।
বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখা বিএনপিপ্রধানকে স্বাগত জানাতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন।
সমাবেশে তারেক রহমান বলেন, ‘রাজশাহী অঞ্চলের কৃষি ও পানি সমস্যার সমাধানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরেন্দ্র প্রকল্প চালু করেছিলেন, যার ফলে এ অঞ্চলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছিল। কিন্তু বিগত ১৬ বছরে এই প্রকল্পকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। বিএনপি সরকার গঠন করলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করার পাশাপাশি খাল ও নদী খনন করা হবে।’ তিনি জানান, বর্তমানে পদ্মা নদী ও খালগুলোতে পানি নেই, তাই এই সংকট নিরসনে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দেয়া হবে।
কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে তারা ব্যাংক ঋণ, সার, বীজ ও কীটনাশকের সুবিধা সরাসরি পাবেন। নারীদের স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রতিটি মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়া হবে, যার মাধ্যমে তারা রাষ্ট্রের কাছ থেকে মাসিক সহায়তা পাবেন।
রাজশাহী অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি আম সংরক্ষণের জন্য বিশেষায়িত হিমাগার তৈরির প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। রাজশাহী আইটি পার্কের সমালোচনা করে তারেক বলেন, ভবন থাকলেও সেখানে কাজ নেই। শিক্ষিত ও দক্ষ তরুণদের কর্মসংস্থানের জন্য আইটি পার্ক সচল করা এবং ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া কমাতে রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল গড়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
আগামী নির্বাচনকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এদিন সিদ্ধান্ত নিতে হবে দেশ গণতন্ত্রের পথে যাবে নাকি অন্য কোনো দিকে। তিনি সতর্ক করে বলেন, একটি মহল নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপিপ্রধান বলেন, ‘আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধ বা ২৪-এর গণঅভ্যুত্থানে কেউ ধর্ম দেখেনি, দেখেছে মানুষ ও বাংলাদেশি পরিচয়।’ কোথাও কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আহ্বান জানান তিনি।
এর আগে দুপুর ১২টায় আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান এবং হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সমাবেশ শেষে তিনি সড়কপথে নওগাঁ ও বগুড়ার উদ্দেশে রওনা হন। রাতে তিনি বগুড়ায় অবস্থান করার কথা রয়েছে এবং আজ রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জনসভায় যোগ দিবেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
আন্তর্জাতিক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫