‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া’র কথা বলে জামায়াতে ইসলামীর নির্বাচনী জোট থেকে বেরিয়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবার জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন।
জামায়াতের তাহের সাহেব মার্কিন দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলনকে জঙ্গি বলে
জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে অভিযোগ করে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘ইসলামী আন্দোলনকে উগ্র বলা হয় কেন আমরা তো এ কথা বলতে পারি না- জামায়াতের আমির যে রকম বলেছিল, ‘এই ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো’। চারপাশে বসিয়ে সেলফি তোলে এই মুরুব্বি মানুষ- বেপর্দা মেয়েদের সঙ্গে; এখন এটাতো ইসলামী আন্দোলন পারে না। আচ্ছা মেয়ে এবং ছেলেদের ভেতরে চলার পার্থক্যটা কী আমরা করছি, না আল্লাহ করছে?’
বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএম কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘আপনার জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে তো আপনারা জানেন আমেরিকা দূতাবাসে বসে সেখানে ‘আমাদের দেশে জঙ্গি আছে’ এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কেউ কিন্তু কখনোই, যতোই আমেরিকা-ভারত বারবার চেয়েছিল যে ‘আমাদের দেশে জঙ্গি আছে’ এইটা প্রমাণ করার জন্য; কিন্তু আওয়ামী লীগ হোক, বিএনপি হোক কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে, ‘আমাদের দেশে জঙ্গি আছে’। বারবার বলেছে, ‘আমাদের দেশে কোনো জঙ্গি নাই, আমাদের দেশে কোনো উগ্রপন্থি নাই’। কিন্তু আজকে আফসোস ইসলামের নাম দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে যাইয়া ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী, জঙ্গিবাদী আমেরিকার কাছে বলে আসে।’
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমরা ধিক্কার জানাই। আমরা কি আসলে জঙ্গিবাদী আমরা কি উগ্রবাদী’ সমস্বরে ‘না’ উত্তর এলে চরমোনাই পীর বলেন, ‘আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে প্রায় ৩৮ বছর শেষ হচ্ছে। এই ৩৮ বছরের ভেতর আমাদের কার্যক্রম আপনারা দেখেছেন, আমাদের ভেতর কোনো উগ্রতা ছিল’ উপস্থিত জনতা সমস্বরে ‘না’ উত্তর দেন।
রেজাউল করীম বলেন, ‘আপনারা দেখেছেন ৫ আগস্টের পর যখন এ দেশের ভেতর অরাজকতা চলছে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের তারা কিন্তু তাদের জান-মাল-ইজ্জত-বাড়িঘর সহ হেফাজতের জন্য আমরা পাহারাদারদের দায়িত্ব পালন করেছি। পাহারাদারির দায়িত্ব পালন করেছি।’
নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ গড়ে ওঠে, তার সূচনা ঘটে ধর্মভিত্তিক আট দলের যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিতে শুরু হয়েছিল সেই যুগপৎ আন্দোলন। তবে শেষ পর্যন্ত জোটে না গিয়ে গত ১৬ জানুয়ারি এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া’ এবং ‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া’র কথা বলেছিল দলটি।
ইসলামী আন্দোলনের আমির হাতীবান্ধার জনসভায় আরও বলেন, ‘অভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম যে, ইসলামী নীতি আদর্শটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে এ দেশের মানুষ সংখ্যালঘুসহ তারা কিন্তু একটা শান্তি যেটা আমরা সর্বত্র বাস্তবে দেখতে পাব। কথা ঠিক কি না ‘সেই লক্ষ্যকে সামনে নিয়ে যখন আমরা সমঝোতা করেছিলাম, সেখানে জামায়াতে ইসলামসহ অনেক দল ছিল; কিন্তু আমরা কী দেখলাম এখন জামায়াতে ইসলাম নাম দিয়ে জামায়াতের নেতৃত্বে যারা রয়েছেন, জামায়াতের আমির পরিষ্কার বলেছে যে, তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। কথা ঠিক কিনা’ সমস্বরে উত্তর আসে ‘ঠিক’।
চরমোনাই পীর বলতে থাকেন, ‘তারপর হিন্দু- তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল; তখন তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলাম তো ইসলামী দল না। এই আপনারা এটাকে ইসলামী দল বলে এতো ছোট করেন কেন’ আপনারা শুনেছেন কিনা জানিনা। “কর্নেল অলি আহমেদ এখন জামায়াতের নেতৃত্বের লোকে আছে, তিনি পরিষ্কার বলেছেন, ‘জামায়াতের আমির বলেছে, তারা ইসলামের নীতি আদর্শ-শরীয়া অনুযায়ী দেশ চালাবে না’।”
নিজেদের প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়াকে পরিচয় করিয়ে দিয়ে হাত পাখার প্রতীকে ভোট চান দলের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা যে ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, সেই একটা বাক্স নিয়েই আপনাদের কাছে আমি ছুটে এসেছি এই ইসলামের পক্ষের বাক্স, হাতপাখা প্রতীকের বাক্স।’
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
আন্তর্জাতিক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫