২০ বছর পর রংপুর যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রংপুরে আসছেন। তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জনসভায় ভাষণ দেবেন। তার আগমন দীর্ঘ ২০ বছর পর হলেও এটাই রংপুরে তারেক রহমানের প্রথম জনসভা। জনসভাকে কেন্দ্র করে রংপুরসহ পুরো বিভাগের ৮ জেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর গনজাগরণের সৃষ্টি হয়েছে। জনসভাকে কেন্দ্র করে মেট্রোপলিটান পুলিশ ও যৌথবাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০ বছর পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও স্মরণকালের বিশাল জনসভাকে কেন্দ্র করে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিশাল মঞ্চ নির্মাণ কাজ চলছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, বিশাল মাঠের একপাশে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়েছে। নেতারা জানান, গতকাল বুধবার রাতে রংপুরে সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তার আগমনের ঘোষণার ফলে সকাল থেকে মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়েছে। রাতের মধ্যে মঞ্চ নির্মাণ কাজ শেষ হওয়ার আশা নেতাকর্মীদের।

এদিকে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বৃহস্পতিবার, (২৯ জানুয়ারী ২০২৬) দুপুরে রংপুর চেম্বার অফ কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ ভবনে সংবাদ সম্মেলন করে জনসভাকে সফল করার জন্য সব প্রস্তুতি নেয়ার কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন পর রংপুরে আগমন করছেন তারেক রহমান। তার আগমনে রংপুর বিভাগের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, রংপুর অঞ্চলের মানুষ চরম উন্নয়ন বৈষম্যের শিকার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ একগুচ্ছ উন্নয়ন করার আবেদন জানাবো, আমরা আশা করি তিনি পদক্ষেপ নেবেন। দাবিগুলো হলোÑ তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, রংপুর বিভাগে ভারী শিল্প কারখানা স্থাপন করে লাখ লাখ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, রংপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন, এশিয়ান হাইওয়ে, বন্ধ থাকা সব কারখানা চালু করা, রংপুর বিভাগের স্থলবন্দরগুলো পুনরায় চালু এবং বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের নামে বড় একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা।

এদিকে বিএনপির এক শীর্ষ নেতা বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বগুড়া থেকে রংপুরে আসবেন দুপুর পৌনে ৩টায়। সেখানে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর তিনি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভায় বক্তব্য দেবেন। সমাবেশে রংপুর বিভাগের ৩৩টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানাবেন।

এদিকে তারেক রহমানের আগমন ও সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মজিদ আলী বৃহস্পতিবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন। অন্যদিকে যৌথবাহিনীও নগর জুড়ে যানবাহন তল্লাশিসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» রুমিন ফারহানার পক্ষে নির্বাচন সরাইল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

» জামায়াতের আমিরের সঙ্গে ক্রিস্টেনসেন ও মিলারের পৃথক বৈঠক

» আমরা ক্ষমতায় গেলে খোলা বাজারে সার পাবে কৃষক: মির্জা ফখরুল

» জামায়াত আমির ‘চারপাশে মেয়েদের বসিয়ে সেলফি তোলেন’: চরমোনাই পীর

সম্প্রতি