image

জামায়াতের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ ও ‘আদর্শচ্যুতির’ অভিযোগ চরমোনাই পীরের

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মেরুকরণের মধ্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কড়া সমালোচনা ও "আদর্শচ্যুতির" অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিএম কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এই বক্তব্য দেন। জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট ভেঙে যাওয়ার দুই সপ্তাহ পর দলটির শীর্ষ নেতৃত্বের কর্মকাণ্ড ও নীতি নিয়ে কঠোর সমালোচনা কর‌লেন তিনি।

​জনসভায় বক্তব্য দেওয়ার সময় চরমোনাই পীর অভিযোগ করেন, জামায়াতের আমির শফিকুর রহমান ইসলামের পর্দা প্রথা লঙ্ঘন করে নারী কর্মীদের পাশে বসিয়ে সেলফি তোলেন, যা ইসলামী আন্দোলনের পক্ষে সম্ভব নয়।

তিনি আরও দাবি করেন, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন দূতাবাসে গিয়ে ইসলামী আন্দোলনকে ‘জঙ্গি ও উগ্রবাদী’ হিসেবে উপস্থাপন করেছেন। অতীতে আওয়ামী লীগ বা বিএনপি কখনোই আন্তর্জাতিক মহলের কাছে দেশের কোনো দলকে জঙ্গি হিসেবে প্রমাণ করার চেষ্টা করেনি, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি প্রশ্ন তোলেন, গত ৩৮ বছরের ইতিহাসে ইসলামী আন্দোলনের কোনো কর্মকাণ্ডে উগ্রতা ছিল কি না।

​জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জামায়াতে ইসলামী এখন প্রকাশ্যেই বলছে তারা শরীয়াহ অনুযায়ী দেশ চালাবে না। এমনকি জামায়াতের হিন্দু প্রার্থীরাও এখন দলটিকে ‘ইসলামী দল’ হিসেবে মানতে নারাজ।

৫ আগস্টের পর সংখ্যালঘুদের জানমাল রক্ষায় ইসলামী আন্দোলনের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি উপস্থিত জনতার কাছে তাঁর দলের প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়ার জন্য ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তাঁর মতে, কেবল ইসলামী আদর্শের ভিত্তিতেই দেশে প্রকৃত শান্তি আনা সম্ভব এবং সেই লক্ষ্যেই তারা এককভাবে নির্বাচন কর‌বেন।

‘রাজনীতি’ : আরও খবর

» রুমিন ফারহানার পক্ষে নির্বাচন সরাইল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

» জামায়াতের আমিরের সঙ্গে ক্রিস্টেনসেন ও মিলারের পৃথক বৈঠক

» আমরা ক্ষমতায় গেলে খোলা বাজারে সার পাবে কৃষক: মির্জা ফখরুল

» ২০ বছর পর রংপুর যাচ্ছেন তারেক রহমান

» জামায়াত আমির ‘চারপাশে মেয়েদের বসিয়ে সেলফি তোলেন’: চরমোনাই পীর

সম্প্রতি