চরফ্যাশনে বাংলাদেশ জামায়েত ইসলামীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এএমএম কামাল উদ্দিনের মেয়ের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জামায়েত ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন উপজেলা জামায়াতের আমির মীর শরিফ হোসেন সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে বলেন, গত ২৬ জানুয়ারি ইসলামি শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা নামক একটি ফেইসবুক আইডি থেকে জামায়েত মনোনীত প্রার্থী মাওলানা মোস্তফা কামালকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় জামায়েত ইসলামের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু রায়হান ২৭ জানুয়ারি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ওই অভিযোগকে ধামাচাপা দিতে ইসলামী আন্দোলনের প্রার্থীর মেয়ের ওপর হামলার অভিযোগ সাজানো হয়েছে।
তিনি বলেন, জামায়েত ইসলামী একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ চায় কিন্তু ইসলামী আন্দোলন মিথ্যা অভিযোগ তুলে নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে।
জামায়েত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে হত্যার হুমকির ঘটনায় চরফ্যাশন থানায় সাধারন ডায়েরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মীর শরীফ হোসেন। এর আগে বেলা ১১টায় ইসলামী আন্দোলনের প্রার্থী এএমএম কামাল উদ্দিন শরীফ পাড়াস্থ নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মেয়েকে জামায়েত ইসলামীর কর্মী কর্তৃক লাঞ্চিতের অভিযোগ তুলে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে এ ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নিবার্চনী পরিবেশ নিশ্চিত করতে ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।