image
হাটহাজারী (চট্টগ্রাম) : গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা -সংবাদ

হাটহাজারীতে নির্বাচনী প্রচারণা তুঙ্গে

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদ (আংশিক) আসনে নির্বাচনী প্রচারণা চরমে উঠেছে। প্রতীক বরাদ্দের পর সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সংসদ সদস্য প্রার্থীরা। প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছেন তাদের স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা।

এ আসনে হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং সিটি করপোরেশনের ১ ও ২নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী ও বায়েজিদ আংশিক মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৪,৯৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৪,৬২৩ জন, নারী ভোটার ২,৪০,৫২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। আর মাত্র ১৩ দিন পর অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচারণার গতি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গভীর রাত পর্যন্ত লিফলেট বিতরণ, গণসংযোগ, মাইকিং, উঠান বৈঠক ও নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে অলিগলি ও গ্রামাঞ্চলে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। ভোটারদের মধ্যেও প্রার্থীদের জনপ্রিয়তা, রাজনৈতিক অবস্থান ও জয়ের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা ও বিশ্লেষণ। ভোটারদের ভাষ্য, বিপদে-আপদে যারা পাশে থাকবেন, তাদেরই এবার নির্বাচিত করবেন তারা। মুক্ত পরিবেশে নির্বাচন হওয়াই এবারের ভোটের বড় আকর্ষণ বলে মনে করছেন স্থানীয়রা।

এই সংসদীয় আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ) এবং জামায়াতে ইসলামীর এগার দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির (রিকশা) প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন। ভোটারদের ধারণা, এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতি উল্লাহ নূরী (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ রফিকুল ইসলাম (চেয়ার), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (ফুটবল) এবং বাংলাদেশ লেবার পার্টির মো. আলা উদ্দিন (আনারস) নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন।

বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, আমার লক্ষ্য হচ্ছে একটি নিরাপদ, অপরাধহীন ও শান্তিপূর্ণ হাটহাজারী প্রতিষ্ঠা করা। একই সঙ্গে উপজেলার যেসব অংশ এখনও অনুন্নত, সেগুলোকে উন্নয়নের আওতায় আনা এবং সামগ্রিকভাবে হাটহাজারী উপজেলাকে উন্নত করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা।

এগার দলীয় ঐক্যজোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির বলেন, হাটহাজারীর মানুষ পরিবর্তন চায়। তাই সংসদ সদস্য নির্বাচিত হলে হাটহাজারীর প্রতিটি এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করব। আমার প্রথম ১০০

দিনের কর্মসূচি হবে হাটহাজারীকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, অন্যায় ও দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য হাটহাজারী গড়ে তোলা।

এদিকে নারী ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের সহধর্মিণী নওশীন আরজান হেলালের নেতৃত্বে মহিলা দলের নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় নারী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, মীর হেলাল নির্বাচিত হলে হাটহাজারীর প্রতিটি গ্রামের সমস্যা, বিশেষ করে নারী সমাজের সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধান করা হবে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের প্রস্তুতির কথাও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। সে লক্ষ্যে কঠোর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। কেন্দ্রের গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভির আওতায় আনা হচ্ছে এবং অনলাইন বডি অন ক্যামেরার মাধ্যমে সব কার্যক্রম রেকর্ড করা হবে। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৩টি এবং ভোটকক্ষ ৯৬৯টি। প্রতিটি কেন্দ্রে র?্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা বাহিনী ও ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন মাঠে কাজ করছে।

‘রাজনীতি’ : আরও খবর

» রুমিন ফারহানার পক্ষে নির্বাচন সরাইল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

» জামায়াতের আমিরের সঙ্গে ক্রিস্টেনসেন ও মিলারের পৃথক বৈঠক

» আমরা ক্ষমতায় গেলে খোলা বাজারে সার পাবে কৃষক: মির্জা ফখরুল

» ২০ বছর পর রংপুর যাচ্ছেন তারেক রহমান

» জামায়াত আমির ‘চারপাশে মেয়েদের বসিয়ে সেলফি তোলেন’: চরমোনাই পীর

সম্প্রতি