image

নতুন সরকারের দীর্ঘ স্থায়ী হওয়া নিয়ে সংশয় মাহফুজ আলমের

সংবাদ অনলাইন রিপোর্ট

২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। তি‌নি মন্তব‌্য ক‌রে‌ছেন জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইক এ বৃহস্পতিবার প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে তি‌নি এমন মন্তব‌্য ক‌রেন। তিনি দেশের চলমান সংকট ও সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা কথা বলেন।

মাহফুজ আলম ব‌লেন, বাংলাদেশের পুরোনো রাজনৈতিক ব্যবস্থা নতুন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে, যা অভ্যুত্থানের মূল চেতনা ও পরিবর্তনের লক্ষ্যকে ব্যাহত করছে।

বিশেষ করে জামায়াতে ইসলামীকে তিনি আওয়ামী লীগের ‘অল্টার ইগো’ বা একে অপরের পরিপূরক হিসেবে অভিহিত করে মন্তব্য করেছেন, জামায়াত ও আওয়ামী লীগ আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ, অর্থাৎ একটির অস্তিত্ব অন্যটির ওপর নির্ভরশীল।

​সাক্ষাৎকারে কেন তিনি নির্বাচনে লড়ছেন না বা নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেননি, সেই রহস্য উন্মোচন করেন মাহফুজ আলম। তিনি জানান, এনসিপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার জোটটি কোনো আদর্শিক বোঝাপড়া ছাড়াই গঠিত হয়েছে, যা মূলত পুরোনো রাজনৈতিক বন্দোবস্তেরই অংশ।

জুলাই অভ্যুত্থানের তরুণ শক্তিকে নিয়ে বিএনপি ও জামায়াতের বাইরে একটি শক্তিশালী ‘তৃতীয় বিকল্প’ গড়ার যে স্বপ্ন ছিল, জামায়াতের সঙ্গে এনসিপির এই আঁতাতের ফলে সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন। তার মতে, আদর্শিক ও রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে নতুন প্রজন্মের সঙ্গে জামায়াতের মেলবন্ধন সম্ভব নয় এবং এই অমীমাংসিত সমীকরণের কারণেই তিনি বর্তমান নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রয়েছেন।

​ভবিষ্যৎ সরকার ব্যবস্থা নিয়ে সতর্কবার্তা দিয়ে মাহফুজ আলম বলেন, আগামীতে ক্ষমতায় যে দলই আসুক তা বিএনপি হোক কিংবা জামায়াত, সমাজের গভীরের ক্ষতগুলো সারাতে না পারলে কোনো সরকারই দীর্ঘস্থায়ী হতে পারবে না। তিনি মনে করেন, কেবল কাগজে-কলমে সংস্কার করে স্থিতিশীলতা আনা সম্ভব নয়।

‘রাজনীতি’ : আরও খবর

» রুমিন ফারহানার পক্ষে নির্বাচন সরাইল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

» জামায়াতের আমিরের সঙ্গে ক্রিস্টেনসেন ও মিলারের পৃথক বৈঠক

» আমরা ক্ষমতায় গেলে খোলা বাজারে সার পাবে কৃষক: মির্জা ফখরুল

» ২০ বছর পর রংপুর যাচ্ছেন তারেক রহমান

সম্প্রতি