image
শুক্রবার বগুড়ার মোকামতলা ও ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তারেক রহমান -সংবাদ

শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, বগুড়াবাসীকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে: তারেক রহমান

জেলা বার্তা পরিবেশক, বগুড়া

দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক নিবাস বগুড়ায় ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বগুড়ার মাটি যে বিএনপির ঘাঁটি, তা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আবারও প্রমাণ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, ‘বগুড়ার মানুষ এবার প্রমাণ করে দেখাবে বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।’

শুক্রবার, (৩০ জানুয়ারী ২০২৬) বগুড়ার মোকামতলা ও ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তারেক রহমান বগুড়ার অতীতের উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠন করেছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে।’ বগুড়াকে উন্নয়নের ‘মডেল’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ সুযোগ দিলে তিনি সারা বাংলাদেশের ৬৩টি জেলাকে বগুড়া মডেলের মতো সাজাতে চান।

তবে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘বগুড়াকে বিতর্কিত করা যাবে না। আল্লাহ চাইলে সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না। বগুড়াবাসীকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে।’ তিনি আরও বলেন, চাকরি বা ব্যবসা-বাণিজ্য সব কিছুই যোগ্যতার ভিত্তিতে হবে, কেবল বগুড়ার বাসিন্দা বলে বাড়তি সুবিধা নেয়া যাবে না।

লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম বগুড়া সফরে আসেন তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি যখন আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছান, তখন পুরো এলাকা স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। নওগাঁ থেকে বগুড়া আসার পথে রাস্তার দুপাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। জনস্রোতের কারণে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘণ্টা পর তিনি সমাবেশস্থলে পৌঁছান। মোকামতলার পথসভাতেও মহাস্থানগড় থেকে রহবল পর্যন্ত অন্তত ৫০ হাজার মানুষের সমাগম ঘটে।

রাজনীতিতে তার স্ত্রী জুবাইদা রহমানের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘রাজনীতিতে সক্রিয় থাকা ও গভীর রাত পর্যন্ত সভা করার পেছনে স্ত্রীর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি।’ উত্তরবঙ্গ সফরের শুরু থেকেই জুবাইদা রহমান তার সঙ্গে রয়েছেন এবং প্রচার গাড়ি ও মঞ্চে তাদের একসঙ্গে দেখা গেছে।

শুক্রবার জুমার নামাজ আদায় করতে তারেক রহমান বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে যান, যেটির ভিত্তিপ্রস্তর তিনি ২০০৪ সালে স্থাপন করেছিলেন। মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহ আমাদের সুযোগ দিলে ভবিষ্যতে মসজিদটি সুন্দরভাবে গড়ে তোলা হবে, যাতে এটি নিয়ে বগুড়ার মানুষ গর্ব করতে পারে।’ এর আগে তিনি ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন।

বগুড়ার কর্মসূচি শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং রংপুর ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন। এরপর আজ সিরাজগঞ্জ সফরে গিয়ে বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

‘রাজনীতি’ : আরও খবর

» রুমিন ফারহানার পক্ষে নির্বাচন সরাইল ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

সম্প্রতি