যতদূর চোখ যায় শুধু ময়লা আর ময়লা। স্তূপ করে রাখা সেই ময়লার ভাগাড়ের পাশে বসেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ঢাকা-৪ (শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান। বললেন, ‘ঢাকা-৪ পুরোটাই দখল ও দূষণ আবর্জনায় ভরপুর। সেই অসহনীয় জীবন ব্যবস্থা দেখাতে ও বোঝাতে, সেই সঙ্গে অবস্থা পরিবর্তনের অঙ্গীকার নিয়েই আমি প্রতীকী হিসেবে জায়গাটি বেছে নিয়েছি।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জুরাইন-দয়াগঞ্জ রাস্তার পাশে মুন্সিবাড়ী মোড়ের ময়লার ভাগাড়ের পাশেই এমন দৃশ্য দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান এভাবেই সংবাদ সম্মেলন করে তার নির্বাচনী ইশতেহার পড়ে শোনান।
মিজানুর রহমান জানালেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে রেললাইনের দুই পাশে দেশীয় প্রজাতির গাছ লাগাবেন। ময়লা পোড়ানো বন্ধসহ দূষণকারী কারখানার তালিকা তৈরি করবেন। দূষণ বন্ধে কঠোর ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, তিনি শব্দদূষণ বন্ধ করবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এলাকার প্রতিটি বাসাবাড়িতে একজন করে ডেঙ্গুযোদ্ধা তৈরি করবেন।
ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আরও প্রতিশ্রুতি দিলেন, ‘নিয়মিত প্রত্যেক ওয়ার্ডে মাসে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করবেন। ঝুঁকিপূর্ণ অনিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন মেরামতে অগ্রাধিকার দেবেন। পাশাপাশি মহল্লা সংস্কৃতি ফিরিয়ে এনে গলির ভুক্তভোগী জনগণকে দিয়ে গলি সমাজ গঠনের মাধ্যমে গলির নাগরিক ও সামাজিক সমস্যার সমাধানে তদারকি ও জবাদিহির কাঠামো গড়ে তুলবেন।
মিজানুর রহমানের অনেকগুলো প্রতিশ্রুতির মধ্যে জলাবদ্ধতা নিরসন, ড্রেন পরিষ্কার ও রাস্তা মেরামত অন্যতম। তিনি অঙ্গীকারে করেন, সংসদ সদস্যের কাছে পৌঁছানো ও তার জবাবদিহির জন্য এমপি হটলাইন ও ওয়েবসাইট চালু করবেন। জলাবদ্ধতা নিরসনে ক্রমাগত রাস্তা উঁচু করে মানুষের বাসাবাড়ি দোকানপাটকে বৃষ্টির পানিতে ডোবানোর ‘ভ্রান্ত’ উন্নয়নের বদলে সহজ, টেকসই পদ্ধতি ও সুলভে নিয়মিত ড্রেন পরিষ্কার রাখার ব্যবস্থা করবেন। তিন মাসের মধ্যে রাস্তা মেরামতের উদ্যোগ ও রাস্তা সুরক্ষা চার্টার প্রকাশ করবেন।
নারীদের জন্য তার বিশেষ অঙ্গীকার রয়েছে ইশতেহারে। তিনি বলেছেন, ‘নারীদের একটা নারী নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হবে, যেন কোনো নারীর ওপর হামলা বা হয়রানি হলে গলি বা এলাকার নারীরা একসঙ্গে তার পাশে দাঁড়িয়ে প্রতিহত করতে পারেন। ’
এছাড়াও হকার, টং দোকানদারদের উচ্ছেদ না করে সুশৃঙ্খল ব্যবস্থায় আনা, জাতীয় পর্যায়ে নীতিনির্ধারণী ক্ষেত্রে সংসদে দেশবিরোধী, প্রাণ-প্রকৃতিবিরোধী প্রকল্প বন্ধ করতে লড়াই করা, বাজেটের স্বচ্ছতা নিশ্চিত করা, গোপন চুক্তির বিরোধিতা করার মতো পদক্ষেপগুলো গ্রহণ করবেন স্বতন্ত্র প্রার্থী মিজান।
ক্যাম্পাস: রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজনীতি: হ্যাঁ ভোট দেয়ার আহবান তারেক রহমানের