image

বরিশাল-৫: ‘মাটির ব্যাংকে’ নির্বাচনী তহবিল সংগ্রহ বাসদ প্রার্থী মনীষার

প্রতিনিধি,বরিশাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্ত্তী মাটির ব্যাংক ভেঙে নির্বাচনি তহবিল সংগ্রহ শুরু করেছেন। ‘জনগণের টাকায় নির্বাচন করবেন জনগণের প্রার্থী’ শ্লোগানে গতকাল শুক্রবার নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের জেলা কার্যালয়ে এ কার্যক্রম শুরু করেন এ আসনের একমাত্র নারী প্রার্থী।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মনীষা বলেন,‘বর্তমানে নির্বাচন ব্যবসায় পরিণত হয়েছে। পুঁজিপতিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে নির্বাচিত হন এবং পরে দশ গুণ টাকা লুটপাট করেন। আমরা এই বৃত্ত ভাঙতে চাই। ‘আমরা কোনও বড় ব্যবসায়ীর টাকায় নয় বরং সাধারণ মানুষের দুই থেকে পাঁচ টাকার ঘাম ঝরানো অর্থে নির্বাচন করতে চাই।

এতে জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা বজায় থাকে।’

তিনি বলেন ‘প্রথম দিনে ১০টি ব্যাংক ভাঙা হয়েছে। সেখান থেকে ১০ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৯০টি ব্যাংক ভেঙে অর্থ সংগ্রহ করা হবে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনি ব্যয় মেটাতে মাসখানেক আগে নগরীর বিভিন্ন রিকশা গ্যারেজ, ক্ষুদ্র দোকান, হোটেল ও সাধারণ মানুষের বাসাবাড়িতে কয়েকশ মাটির ব্যাংক বিতরণ করা হয়।

খেটে খাওয়া মানুষ তাদের প্রতিদিনের সঞ্চয় থেকে দুই টাকা, পাঁচ টাকা বা ১০ টাকা করে এই ব্যাংকে জমা করেন। পরবর্তীতে সেই ব্যাংকগুলো সংগ্রহ করা হয়, যা এদিন সকাল থেকে খোলা শুরু হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মাটির ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ক্ষুদ্র অনুদান গ্রহণ করা হচ্ছে। দলের কর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাশ্রমে নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী দেশে সংসদকে ‘কোটিপতিদের আড্ডাখানা’ বানানোর পরিবর্তে গণমানুষের ক্ষমতায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মই মার্কার প্রার্থী মনীষা। সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় ও বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি