image

বিভ্রান্তির চেষ্টা করলে গুপ্ত বলার হুঁশিয়ারি দিলেন তারেক রহমান

সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ যদি পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের ‘গুপ্ত’ হিসেবে চিহ্নিত করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী বিসিক শিল্প পার্ক এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। বিএনপি দেশ পরিচালনার জন্য সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে জনগণের সামনে এসেছে উল্লেখ করে বিএনপি প্রধান বলেন, একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করতে পারে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারেক রহমান আরও বলেন, জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক স্বচ্ছ ও সরাসরি। যারা এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে, তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের রূপরেখা বিএনপির কাছেই আছে।

সমাবেশে তিনি সিরাজগঞ্জ ও আশপাশের এলাকার জন্য বিএনপির উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। কৃষিভিত্তিক অঞ্চলগুলোর জন্য আলাদা উদ্যোগ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদারের প্রতিশ্রুতি দেন।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হয়। তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে জনগণ যদি ধানের শীষকে বিজয়ী করে, তাহলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আরও গতি পাবে।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি