image

১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে স্বৈরাচারের জবাব দিন: তারেক রহমান

নিজস্ব বার্তা পরিবেশক, ঢাকা ও প্রতিনিধি, সিরাজগঞ্জ

গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের কেড়ে নেয়া অধিকার ফিরিয়ে আনতে এবং স্বৈরাচারের জবাব দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত ১৬-১৭ বছর মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এই অধিকার ফিরে পেতে হলে সবাইকে সোচ্চার হতে হবে।

জাল ভোট প্রতিরোধে ভোটের দিন কেন্দ্র পাহারা ও সতর্ক থাকার আহ্বান

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়

শুক্রবার, (৩০ জানুয়ারী ২০২৬) সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি। তিনি তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে আন্তর্জাতিক বাজার সৃষ্টি এবং নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। এছাড়া তরুণদের দক্ষ করে গড়ে তুলতে ভোকেশনাল ইনস্টিটিউট ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন। তিনি আরও জানান, দল বিজয়ী হলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ চালু করা হবে।

পরবর্তীতে টাঙ্গাইলের সমাবেশে তারেক রহমান এই অঞ্চলকে পরিকল্পিতভাবে শিল্পের শহরে পরিণত করার আশ্বাস দেন। তিনি বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি এবং টুপি বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে যা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া যমুনা নদীতে ব্যারেজ নির্মাণ, আনারস প্রক্রিয়াজাতকরণে জুস কারখানা এবং পাট শিল্পের উন্নয়নের পরিকল্পনার কথাও জানান তিনি। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, এনআইডি বা বিকাশ নম্বর সংগ্রহের নাম করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। জাল ভোট প্রতিরোধে নেতাকর্মী ও সমর্থকদের ভোটের দিন সকাল থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে এবং কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে বিএনপির অসাম্প্রদায়িক চেতনার কথা পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের কাছে ধর্ম বা জাত-পাত মুখ্য নয়, মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক।’ সব ধর্মের মানুষকে নিয়ে বিএনপি শান্তিতে বসবাস করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

উত্তরাঞ্চলে দুই দিনের নির্বাচনী প্রচারণায় তারেক রহমান রাজশাহী, নওগাঁ, বগুড়া ও রংপুরসহ বেশ কয়েকটি জেলায় সমাবেশ করেন। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সমাবেশ শেষ করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। সমাবেশে সিরাজগঞ্জ, পাবনা ও টাঙ্গাইল জেলার ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানানো হয়।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি