image

মনোনয়নপত্র জমা দিলেন শেরিফা কাদের

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম এ রশীদের শূন‌্য আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্ত্রী শেরিফা কাদের। ইতিমধ্যে তাকে দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেন জিএম কাদের। দলের অন‌্য কেউ প্রার্থী না হওয়ায় শেষ পর্যন্ত শেরিফা কাদেরই হচ্ছেন এমপি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মো. আবুল কাসেমের কাছে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শেরিফা কাদের।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জহিরুল ইসলাম জহির, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক আল-মামুন, পার্টির চেয়ারম‌্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এমএ রশিদের ইন্তেকালে সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন- ৪৫ শূন‌্য হয়। উক্ত শূন‌্য আসনে দলের একক প্রার্থী হিসেবে নিজের স্ত্রী শেরিফা কাদেরকে মনোনয়ন দেন জিএম কাদের। এর আগে তাকে নিজের উপদেষ্টা করেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব দেন জিএম কাদের।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি