নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলীরটেক ইউপির আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদে রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঞার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জাকির হোসেন স্থানীয় নেতা-কর্মী সমর্থক নিয়ে নৌকা প্রতীক এবং স্লোগান সহকারে রিটার্নিং অফিসার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঞার কার্যালয়ের সামনে আসেন এবং নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
নির্বাচনের আচরণবিধিতে উল্লেখ রয়েছে, কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা কোনো প্রকার শোডাউন করতে পারবে না। এবং ৫ জনের অধিক লোক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে পারবে না।
আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং অফিসার সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঞা বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। আমার রুমের ভেতর তারা ৫-৭ জন এসে মনোনয়ন জমা দিয়েছে। বাইরে কি হবে সেটা তো আর আমরা দেখতে পারবো না।’
উল্লেখ্য, আলীরটেক ইউনিয়নে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান। পরবর্তীতে তার পরিবর্তে জাকির হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়া হয়। জাকির হোসেন সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে গত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোস্টার ভাঙচুরের অভিযোগ ছিল।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সপ্তাখানেক পূর্বে ওই ঘটনায় দায়ের করা মামলার আসামিও ছিলেন জাকির হোসেন। হেফাজতে ইসলামের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়নেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে নৌকার প্রার্থী ঘোষণা করায় ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের তৃণমূলে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী এক সাংসদের আশীর্বাদপুষ্ট জাকির হোসেন নৌকার মনোনয়ন বাগিয়ে নিয়েছেন।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না