image

‘বুকে ব্যথা নিয়ে’ সিসিইউতে মির্জা আব্বাস

বুধবার, ১৭ নভেম্বর ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

বুকে হঠাৎ প্রচণ্ড ব্যথা দেখা দেয়ায় বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয়েছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বুধবার সকালে জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় এভারকেয়ারে ভর্তি করানো হয় মির্জা আব্বাসকে। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।

রফিকুল বলেন, ‘বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় রাতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়েছেন।’

“উনার অবস্থা এখন আগের চেয়ে একটু ভালো। উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গত ১৩ নভেম্বর থেকে একই হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তিনিও ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।

ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মন্ত্রীও ছিলেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বলেন জানান একান্ত সচিব সোহান।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো

» নির্বাচনকে ‘সবচেয়ে কঠিন লড়াই’ বললেন ফখরুল

সম্প্রতি