image

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে শনিবার দেশব্যাপী গণঅনশন

সংবাদ অনলাইন রিপোর্ট

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবিতে দেশব্যাপী গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ গণঅনশন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসেন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

‘ঢাকার ভেন্যু পাওয়া গেলে আমরা সেখানে কবর, অথবা সব শেষে যদি কোথাও না পাওয়া যায়, তাহলে আমাদের নয়াপল্টন কার্যালয়ের সামনে গণঅনশন করব’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৩ নভেম্বর থেকে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। প্রথমে কেবিনে রাখা হলেও পরের দিন রোববার (১৪ নভেম্বর) দুপুরের পর তাকে সিসিইউতে নেওয়া হয়।

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজা’য় রয়েছেন। এর আগেও কয়েকবার তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার, তবে ওই শর্তের যুক্তি দেখিয়ে সরকার তাতে সাড়া দেয়নি।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপরাসন আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে।

‘রাজনীতি’ : আরও খবর

» জামায়াত ২১৫ আসন রেখে জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত করেছে

» জনগণের পরামর্শে দেশ গড়ার অঙ্গীকার, বিএনপির ৫ বিশেষ নির্বাচনী কর্মসূচি ঘোষণা

সম্প্রতি