টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ চার হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় প্রার্টির (লাঙল প্রতীক) জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।
রোববার (১৬ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপনির্বাচনে অন্য তিন প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট। বাংলাদেশ কংগ্রেসের রূপা রায় চৌধুরী ডাব প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মোটর কার প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩৬ ভোট।
তিনি বলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে ১২১টি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়েছে। ৩ লাখ ৪০ হাজার ৩৭৯ ভোটারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৭৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপনির্বাচনে ৩৬ দশমিক ৬৫ ভাগ ভোট পড়েছে।
এছাড়াও ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মির্জাপুর পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ এবং নারী ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৭ জন।
উল্লেখ্য, গত বছর ১৬ নভেম্বর এ আসনে চার বারের নির্বাচিত সংসদ সদস্য, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন মারা যান। এরপর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।
এদিকে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়ার আধা ঘণ্টা পর বিকেলে সাড়ে ৪টায় কারচুপির অভিযোগ এনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মো. গোলাম নওজব পাওয়ার চৌধুরী ভোট বর্জনের ঘোষণা দেন।
আন্তর্জাতিক: বিক্ষুব্ধ ইরানে নিহত বেড়ে ৪৫
আন্তর্জাতিক: গাজায় একাধিক স্থানে ইসরায়েলি হামলায় নিহত ১১