কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীর অফিস ভাংচুর, প্রাণনাশের হুমকি ও নির্বাচনী কাজে বাধা প্রদানসহ নানা অভিযোগ উঠেছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে চন্ডিপাশা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন একই পদের বিদ্রোহী প্রার্থী মো. শামছুদ্দিন।
মো. শামছুদ্দিন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চন্ডিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে মো. শামছুদ্দিন বলেন, শনিবার ভোরে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মঈন উদ্দিনের কর্মী সমর্থকরা আমার একটি নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে।
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার