বিএনপির মধ্যে ভাঙনের খবর কানে এসেছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘হালুয়া-রুটির লোভে আপনারা যদি দলের সঙ্গে বেইমানি করেন, এই বেইমানদের জায়গা বাংলাদেশে হবে না।
আজ ( ১৪ মে) শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবেদিন।
তিনি আরো বলেন, ঘর ভাঙার (বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র) ষড়যন্ত্র করে তাঁরা নিজেরা বক্তব্য দিচ্ছেন এই সরকার পতনের নাকি ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ যে আন্দোলন করছে, এই আন্দোলন আপনাদের পতনের আন্দোলন। কোনো ষড়যন্ত্রের কথা বলে এই আন্দোলন ঠেকানো যাবে না। আপনারা যত চেষ্টাই করেন, বিএনপিকে ভাঙা যাবে না।’
জয়নুল আবেদিন বলেন, অবৈধ সরকারের কলাকৌঁসুলিরা নির্বাচনের ম্যাপ তৈরি করছেন। দেশে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে। তাঁরা বিএনপিকে নির্বাচনে নেওয়ার অহেতুক চেষ্টা করছেন। এই সরকারের আশ্বাসে বিএনপি আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।
সমাবেশে কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী বলেন, প্রয়োজনে জেলে যাব। এই সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাব না।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিন। আরও বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
বিজ্ঞান ও প্রযুক্তি: ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেলেন মাইক্রোটিক সার্টিফাইড ট্রেইনার তিতাস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে লেনোভোর নতুন প্রজন্মের তিনটি ডেস্কটপ
সারাদেশ: পূর্বধলায় নির্বাচনী প্রচারণা শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে টেকনোর নতুন ডিভাইস মেগাপ্যাড এসই