image

সখীপুর জাতীয় পার্টির উপজেলা ও পৌর আহবায়ক কমিটি

রোববার, ২২ মে ২০২২
প্রতিনিধি সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টি’র (জাপা) উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা শাখায় আব্দুস সামাদ সিকদারকে আহবায়ক ও মো. আয়নাল হক সিকদারকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং পৌরসভায় আজাহারুল ইসলাম মাস্টারকে আহবায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।

গত ১৭ মে টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. আবুল কাশেম ও সদস্য সচিব মো. আব্দুস ছালাম চাকলাদারের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়। নব গঠিত উপজেলা কমিটির আহবায়ক আব্দুস সামাদ সিকদার ও পৌর কমিটির আহবায়ক আজাহারুল ইসলাম মাস্টার একই সুরে বলেন, দলকে সুসংগঠিত করতে কমিটির সকল সদস্যদের নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে যাবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং জেলা কমিটির আহবায়ক মো. আবুল কাশেম ও সদস্য সচিব মো. আব্দুস ছালাম চাকলাদারের প্রতি উপজেলা ও পৌর কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‘রাজনীতি’ : আরও খবর

» সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান বিন হাদির অবস্থা স্থিতিশীল, তবে নতুন অস্ত্রোপচারের জন্য প্রস্তুত নন

সম্প্রতি