ছবি: সংগৃহীত
কিছু কেন্দ্রে বহিরাগতদের আনাগোনা দেখা গেলেও ভোট চলাকালে ‘কেন্দ্র দখল’, ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’র ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে। তবে সকাল বেলা ঝুম বৃষ্টি এবং ইভিএমের ধীরগতি ভোটে কিছুটা বিঘ্ন সৃষ্টি করেছে।
ভোটের আগে পরস্পর বিরোধী বক্তব্যে উত্তাপ ছড়ালেও বুধবার ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় ধরনের অভিযোগ ছিল না। ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনেক বড় কোনো প্রশ্নের মুখে পড়তে হয়নি। ভোটার উপস্থিতি নিয়েও মোটামুটি সন্তুষ্ট কমিশন।
নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। অপর পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়।
সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে সকাল সোয়া ১০টায় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।
নির্বাচনী পরিসংখ্যান:
কুমিল্লা সিটি করপোরেশনের এটি তৃতীয় নির্বাচন। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি বুথে ইভিএমে একটানা ভোট নেয়া হয়। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে পুরুষ ভোটার ১১২৮২৬ জন, নারী ভোটার ১১৭০৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২ জন।
নির্বাচনে মেয়র ৫ জন, সাধারণ কাউন্সিলর ১০৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এর মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন- আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা), বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), বিএনপির সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ)।
সরেজমিন:
নির্বাচনে আজ সকাল সোয়া নয়টার দিকে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। তবে তিনি অভিযোগ করেন, ইভিএমে ধীরগতিতে ভোট গ্রহণ চলছে।
কিছু জায়গায় ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন। ভোট দিতে এসে তিনি বলেন, ভোটার আইডি নিয়ে গেছেন কিন্তু স্লিপ নিয়ে যাননি। তাই ভোট দিতে দেয়নি।
ইভিএমে ভোট হওয়ায় গণনা শেষে সামান্য বিরতি দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। পরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে একীভূত ফলাফল ঘোষণা করা হয়।
ছবি: সংগৃহীত
বুধবার, ১৫ জুন ২০২২
কিছু কেন্দ্রে বহিরাগতদের আনাগোনা দেখা গেলেও ভোট চলাকালে ‘কেন্দ্র দখল’, ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’র ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে। তবে সকাল বেলা ঝুম বৃষ্টি এবং ইভিএমের ধীরগতি ভোটে কিছুটা বিঘ্ন সৃষ্টি করেছে।
ভোটের আগে পরস্পর বিরোধী বক্তব্যে উত্তাপ ছড়ালেও বুধবার ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় ধরনের অভিযোগ ছিল না। ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনেক বড় কোনো প্রশ্নের মুখে পড়তে হয়নি। ভোটার উপস্থিতি নিয়েও মোটামুটি সন্তুষ্ট কমিশন।
নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাসের সাজা দেওয়া হয়। অপর পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেওয়া হয়।
সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে সকাল সোয়া ১০টায় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।
নির্বাচনী পরিসংখ্যান:
কুমিল্লা সিটি করপোরেশনের এটি তৃতীয় নির্বাচন। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি বুথে ইভিএমে একটানা ভোট নেয়া হয়। ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে পুরুষ ভোটার ১১২৮২৬ জন, নারী ভোটার ১১৭০৯২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২ জন।
নির্বাচনে মেয়র ৫ জন, সাধারণ কাউন্সিলর ১০৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। এর মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন- আওয়ামী লীগের আরফানুল হক রিফাত (নৌকা), বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), বিএনপির সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক দল থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ)।
সরেজমিন:
নির্বাচনে আজ সকাল সোয়া নয়টার দিকে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। তবে তিনি অভিযোগ করেন, ইভিএমে ধীরগতিতে ভোট গ্রহণ চলছে।
কিছু জায়গায় ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন। ভোট দিতে এসে তিনি বলেন, ভোটার আইডি নিয়ে গেছেন কিন্তু স্লিপ নিয়ে যাননি। তাই ভোট দিতে দেয়নি।
ইভিএমে ভোট হওয়ায় গণনা শেষে সামান্য বিরতি দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা করা হয়। পরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে একীভূত ফলাফল ঘোষণা করা হয়।