সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৬টি ইউনিয়নে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন(ইভিএম)এ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এসব ইউনিয়নে মোট অর্ধশত চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে ৩৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন।
তন্মাধ্যে, বিলাসপুর ইউনিয়নে ১০ জন, বড় গোপালপুর ইউনিয়নে ৩ জন, বড় কৃষ্ণনগর ইউনিয়নে ৪ জন, পূর্বনাওডোবা ইউনিয়নে ৭ জন, পালেরচর ইউনিয়নে ১০ জন এবং কুন্ডেরচর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
এরমধ্যে বিলাসপুর ইউনিয়নে ২৯৮০ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো: কুদ্দুস বেপারী, বড় গোপালপুর ২৭২১ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে মাহবুবুর রহমান, বড় কৃষ্ণনগর ২৬৫৮ ভোট পেয়ে মোটর সাইকেল প্রতীক নিয়ে এসকান্দার আলী, পুর্বনাওডোবা ৩০০৭ ভোট পেয়ে টেবিল ফ্যান প্রতীক নিয়ে মো: আলতাফ হোসেন খান, পালেরচর ২১৯৬ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে মো: আবুল হোসেন এবং কুন্ডেরচর ইউনিয়নে ২৪৫৩ ভোট পেয়ে মোটর সাইকেল প্রতীক নিয়ে আক্তার হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।
এই ৬টি ইউনিয়নে বুধবার(১৫ জুন) সকাল ৮টা থেকে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন(ইভিএম) এ ভোট গ্রহণ শুরু হয়। এরপর বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালীন ছয় ইউনিয়নের কোন কেন্দ্রে কোন ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি তবে নির্বাচন শেষে ফলাফল ঘোষনার পরে বিলাসপুর ইউনিয়নের ৮নং কেন্দ্রে পরাজিত সদস্য প্রার্থী মতিউর রহমান শিকদারের সমর্থকরা অতর্কিত হামলা করে এতে পুলিশ সটগান দিয়ে গুলি ছুঁড়লে এক শিশু সহ ৩ জন আহত হয়েছেন।
জাজিরা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নে ৬৫০৯ জন পুরুষ ও ৫৯৪৪ জন নারী ভোটারসহ মোট ১২৪৫৩ জন। বড় গোপালপুর ইউনিয়নে ৪৫০৭ জন পুরুষ ও ৪০১১ জন নারী ভোটারসহ মোট ৮৫১৮ জন। বিকেনগর ইউনিয়নে ৫৫৫২ জন পুরুষ ও ৪৫৪৪ জন নারী ভোটারসহ মোট ১০০৯৬ জন। পূর্বনাওডোবা ইউনিয়নে ৯২০৯ জন পুরুষ ও ৭৮০৯ জন নারী ভোটারসহ মোট ১৭০১৮ জন, পালেরচর ইউনিয়নে ৫৬২০ জন পুরুষ ও ৪৭১০ জন নারী ভোটারসহ মোট ১০৩৩০ জন এবং কুন্ডেরচর ইউনিয়নে ৪৩৪৬ জন পুরুষ ও ৩৮৩৬ জন নারী ভোটারসহ মোট ৮১৮২ জন ভোটার রয়েছে।
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে শরীয়তপুরের জাজিরা উপজেলার ৬টি ইউনিয়নে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন(ইভিএম)এ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এসব ইউনিয়নে মোট অর্ধশত চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এরমধ্যে ৩৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছেন।
তন্মাধ্যে, বিলাসপুর ইউনিয়নে ১০ জন, বড় গোপালপুর ইউনিয়নে ৩ জন, বড় কৃষ্ণনগর ইউনিয়নে ৪ জন, পূর্বনাওডোবা ইউনিয়নে ৭ জন, পালেরচর ইউনিয়নে ১০ জন এবং কুন্ডেরচর ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছেন।
এরমধ্যে বিলাসপুর ইউনিয়নে ২৯৮০ ভোট পেয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো: কুদ্দুস বেপারী, বড় গোপালপুর ২৭২১ ভোট পেয়ে আনারস প্রতীক নিয়ে মাহবুবুর রহমান, বড় কৃষ্ণনগর ২৬৫৮ ভোট পেয়ে মোটর সাইকেল প্রতীক নিয়ে এসকান্দার আলী, পুর্বনাওডোবা ৩০০৭ ভোট পেয়ে টেবিল ফ্যান প্রতীক নিয়ে মো: আলতাফ হোসেন খান, পালেরচর ২১৯৬ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে মো: আবুল হোসেন এবং কুন্ডেরচর ইউনিয়নে ২৪৫৩ ভোট পেয়ে মোটর সাইকেল প্রতীক নিয়ে আক্তার হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।
এই ৬টি ইউনিয়নে বুধবার(১৫ জুন) সকাল ৮টা থেকে ইলেক্ট্রোনিক ভোটিং মেশিন(ইভিএম) এ ভোট গ্রহণ শুরু হয়। এরপর বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন চলাকালীন ছয় ইউনিয়নের কোন কেন্দ্রে কোন ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি তবে নির্বাচন শেষে ফলাফল ঘোষনার পরে বিলাসপুর ইউনিয়নের ৮নং কেন্দ্রে পরাজিত সদস্য প্রার্থী মতিউর রহমান শিকদারের সমর্থকরা অতর্কিত হামলা করে এতে পুলিশ সটগান দিয়ে গুলি ছুঁড়লে এক শিশু সহ ৩ জন আহত হয়েছেন।
জাজিরা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নে ৬৫০৯ জন পুরুষ ও ৫৯৪৪ জন নারী ভোটারসহ মোট ১২৪৫৩ জন। বড় গোপালপুর ইউনিয়নে ৪৫০৭ জন পুরুষ ও ৪০১১ জন নারী ভোটারসহ মোট ৮৫১৮ জন। বিকেনগর ইউনিয়নে ৫৫৫২ জন পুরুষ ও ৪৫৪৪ জন নারী ভোটারসহ মোট ১০০৯৬ জন। পূর্বনাওডোবা ইউনিয়নে ৯২০৯ জন পুরুষ ও ৭৮০৯ জন নারী ভোটারসহ মোট ১৭০১৮ জন, পালেরচর ইউনিয়নে ৫৬২০ জন পুরুষ ও ৪৭১০ জন নারী ভোটারসহ মোট ১০৩৩০ জন এবং কুন্ডেরচর ইউনিয়নে ৪৩৪৬ জন পুরুষ ও ৩৮৩৬ জন নারী ভোটারসহ মোট ৮১৮২ জন ভোটার রয়েছে।