image

প্রধানমন্ত্রীর নির্দেশ: বৃক্ষরোপণ কর্মসূচিতে যুবলীগ

নিজস্ব বার্তা পরিবেশক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে যুবলীগ। সোমবার (২০ জুন) বেলা ১১টায় রাজধানীর ‘প্লাটিনাম পার্ক’ হাতিরঝিল পুলিশ প্লাজার পিছনে এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, ‘বৃক্ষ শুধু আমাদের পুষ্টিই প্রদান করবেনা, অর্থনৈতিক সমৃদ্ধিও আনয়ণ করবে।’

এসময় শেখ ফজলে শামস্ পরশ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র এই তিন মাস দেশব্যাপী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অন্তত একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য এ কে এম রহমত উল্লাহ এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমূখ।

‘রাজনীতি’ : আরও খবর

» বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

» নির্বাচনের প্রার্থিতা চাইতে গিয়ে হতাশ হয়ে ফিরলেন মঞ্জুরুল আহসান মুন্সী

» ময়মনসিংহ-২ আসনে, কারাগারে থাকা সারোয়ার পেলেন ঘোড়া প্রতীক

» সিলেটে তারেক: মাজার জিয়ারতের মধ্য দিয়ে বৃহস্পতিবার প্রচারণা শুরু

» ভোটের মাঠে ১৯৬৭ প্রতিদ্বন্দ্বী, শেষদিনে ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

» চট্টগ্রাম-৮: প্রতীক বরাদ্দের পর সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

সম্প্রতি