অভিযোগ পাওয়ায় চাঁদপুরে ছাত্রলীগের সদ্য ঘোষিত তিন কমিটি স্থগিত

বুধবার, ২২ জুন ২০২২
প্রতিনিধি, চাঁদপুর:

https://sangbad.net.bd/images/2022/June/22Jun22/news/%E0%A7%A7%E0%A7%AB.jpg

দীর্ঘদিন পর চাঁদপুর জেলা ছাত্রলীগের অনুমোদনকৃত সদ্য ঘোষিত ৩টি শাখা কমিটি অভিযোগের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে। অভিযোগ উঠা ওই ৩ কমিটি অনুমোদন দেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান।

বুধবার (২২ জুন) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ৩ শাখা কমিটি স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। যাতে সীলসহ স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

https://sangbad.net.bd/images/2022/June/22Jun22/news/received_402022498525329.jpeg

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে আনীত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখা কর্তৃক গত ২০ জুন ঘোষিত হাইমচর উপজেলা শাখা ও চাঁদপুর সরকারি কলেজ শাখা এবং একই সাথে ২১ জুন তারিখে ঘোষিত চাঁদপুর সদর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হলো।

এদিকে চাঞ্চল্যকর এমন স্থগিতাদেশের অভিযোগ প্রসঙ্গে জানতে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

‘রাজনীতি’ : আরও খবর

» তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর পরিদর্শনে বিএনপি

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি