সরকার পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে বলে মনে করছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেন,‘অথচ জাতিসংঘের হাইকমিশনারকে তারা নির্জলা মিথ্যাচার করছে।’
বিবৃতিতে মিথ্যাচার করে দেশের ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি ঢেকে রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন তারা।
বিবৃতিতে নেতারা বলেন, ‘এই সরকার শত শত মানুষকে গুম করেছে, লক্ষ লক্ষ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের দমন করেছে, পুলিশ বাহিনীকে দিয়ে নিপীড়ন চালাচ্ছে, মিছিলে গুলি করে মানুষ মারছে, আমলাতন্ত্র ও প্রশাসনকে চরম দলীয়করণ করে ব্যাপকতরভাবে জনগণের বিরুদ্ধেই ব্যবহার করেছে, গত তের বছরে আদালতকে প্রভাবিত করে দেশকে বিচারহীনতা ও নৈরাজ্যে ডুবিয়েছে। মূলত মানবাধিকার পরিস্থিতিকে এই সরকার এক নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেছে।’