image

রাজশাহী জেলা পরিষদে ৬১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা বার্তা পরিবেশক,রাজশাহী

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে চারজনসহ ৬১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। শেষ দিন গতকাল বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

রাজশাহীর সহকারি রিটানিং অফিসার শহীদুল ইসলাম বলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭৬ জন। তবে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছেন ৬১ জন প্রার্থী।

এর মধ্যে চেয়ারম্যার পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন চারজন। আর তিনটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৮ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান তিনি।

শহীদুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনিত বীর মুক্তিযোদ্ধ মীর ইকবাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রবীন আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান আক্তার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন।

তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। আগামী ১৭ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহন করা হবে

‘রাজনীতি’ : আরও খবর

» ঋণখেলাপিদের মনোয়ন দেয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

» হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস

» সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের

সম্প্রতি