image

কর্মসূচিতে হামলার প্রতিবাদে রোববার সারাদেশে সমাবেশ করবে বিএনপি

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মিরপুরসহ সারা দেশে বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী রোববার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল (বৃহস্পতিবার) দেশব্যাপী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর (রোববার) ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। তাই হামলা, মামলা, গ্রেফতার, হত্যা ও নির্যাতন করেও বিএনপির আন্দোলন দমন করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

‘রাজনীতি’ : আরও খবর

» সড়ে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান, কারণ নিরাপত্তা সমস্যা

» বুদ্ধিজীবী হত্যা: এবার ‘পার্শ্ববর্তী দেশকে’ দায়ী করলেন বিএনপি নেতা

সম্প্রতি