image

লালমনিরহাটে রাঙ্গার কুশপুত্তলিকা দাহ

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
প্রতিনিধি, লালমনিরহাট

জাতীয় পার্টির সদ্য বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা দাহ করেছেন পার্টির লালমনিরহাট জেলার নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে জেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানেই পোড়ানো হয় কুশপুত্তলিকা।

এর আগে গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহকে কেন্দ্র করে রাঙ্গাপন্থীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। এ নিয়ে লালমনিরহাটসহ জাপার বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পরে উত্তেজনা। দলের অন্ত কন্দল প্রকাশ্যে আসায় অনেক প্রবীণ সমর্থক ক্ষিপ্ত হয়ে উঠছে বহিষ্কৃত জাপা নেতা রাঙ্গার উপর।

পৌর জাতীয় পাটির্র সদস্য সচিব আলমগীর চৌধুরীর সভাপতিত্বে কুশপুত্তলিকা দাহ শেষে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা সদস্য সচিব মো. অ্যাডভোকেট নজরুল ইসলাম, লালমনিরহাট জেলা শাখার ছাত্র সমাজ আহ্বায়ক জাকিরুল ইসলাম জাকির প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» জোটের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, চান্দিনায় সভায় রেদোয়ান আহমেদ,

» তারেক রহমানের দেশে ফেরা: ট্রাভেল পাস পেয়েছেন, নির্ধারিত তারিখে ফিরবেন বলে বিএনপি নিশ্চিত

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি