image

আ.লীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির মামলার

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব বার্তা পরিবেশক:

বিএনপির ঢাকা উত্তর শাখার নেতাকর্মীদের সমাবেশে হামলার অভিযোগ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আদালতে বাদী হয়ে ঢাকা বারের সাবেক সেক্রেটারি মো.ওমর ফারুক ফারুকী এই মামলার আবেদন করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দিবে বলে নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মামলায় যাদের আসামি করার আবেদন করা হয়েছে তাদের মধ্য রয়েছেন-কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী লীগের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি, ইসমাইল হোসেন। এছাড়া আরও ৪০০/৫০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-বগুড়ায় খালেদা ও তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দিলো বিএনপি

» ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র জমা, শেষ দিনে উপচেপড়া ভিড়

» নির্বাচনে অংশ নেবে না জাসদ ও ওয়ার্কার্স পার্টি

সম্প্রতি