alt

রাজনীতি

আরপিও সংশোধন

ইভিএমে আঙুলের ছাপ না মিললে ভোটের সুযোগ সীমিত করতে চায় ইসিপ

সংবাদ অনলাইন রিপোর্ট : সোমবার, ০৩ অক্টোবর ২০২২

ইভিএমে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মিললেও একটি কেন্দ্রের সর্বোচ্চ ১ শতাংশ ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিতে পারেন। এই সংখ্যা এর চেয়ে বেশি হলে কমিশন বিশেষ ব্যবস্থায় তাদের ভোটের সুযোগ করে দিতে পারে।

তবে সম্প্রতি নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) যে সংশোধনী প্রস্তাব এনেছে, তা আইনে পরিণত (পাস) হলে, কোন ভোটকেন্দ্রে ১ শতাংশের বেশি ভোটারের আঙুলের ছাপ না মিললে তারা আর ভোট দিতে পারবেন না।

সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দু-একদিনের মধ্যে এই সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে।

সহকারী প্রিজাইডিং অফিসারের এক শতাংশ ভোটের এই বিধান এতদিন ইসির পরিপত্রের মাধ্যমে চলছিল। ভবিষ্যতে যাতে এ নিয়ে জটিলতা তৈরি না হয় সেজন্য আরপিও সংশোধনের মাধ্যমে একে আইনি কাঠামোয় আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এজন্য আরপিওতে একটি উপধারা সংযোজন করা হয়েছে। তাতে বলা হয়েছে, একটি ভোটকেন্দ্রের সর্বোচ্চ ১ শতাংশ ভোটারকে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার তার আঙুলের ছাপ দিয়ে ইলেকট্রনিক ব্যালট ইস্যু করতে পারবেন।

এক শতাংশের এই বিধান এতদিন ছিল জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়টি নিয়ে যাতে কনফিউশন না হয়, যার কারণে আইনের কাঠামোয় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ এক শতাংশ ভোট দেয়ার রেকর্ড রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য বিধিমালায়ও প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি।

দু-একদিনের মধ্যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা গণপ্রতিনিধিত্ব আদেশের একটি সংশোধনী আগেই আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তার সঙ্গে নতুন এই অংশটুকু যুক্ত হবে। আইন মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে দেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।’

আঙুলের ছাপ না মেলা ভোটার সংখ্যা এক শতাংশের বেশি হলে, বর্তমান ব্যবস্থায় তাদের ভোট দান প্রক্রিয়া সম্পর্কে মো. আলমগীর বলেন, ‘এক শতাংশের বেশি হলে সেখানকার প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানাবেন। এক্ষেত্রে কোন কোন ভোটার ভোট দিতে পারছেন না, তা জানাবেন। রিটার্নিং অফিসার তা যাচাই করে সন্তুষ্ট হলেন তিনি কমিশনকে জানান এবং কমিশন সেটা ভেরিফাই করে দেখে সন্তুষ্ট হলে ওই নির্দিষ্ট ভোটারের জন্য আলাদা কোড দিয়ে ভোট প্রদানের সুযোগ দিয়ে থাকেন। এটা করতে হলে বিশেষ ব্যবস্থা করতে হয়।’

এক শতাংশের বিষয়টি আইনি কাঠামোয় এলে এই বিশেষ ব্যবস্থা থাকবে না উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘এক্ষেত্রে এক শতাংশ বেশি হলে তারা ভোট দিতে পারবে না।’

এক্ষেত্রে কোন ভোটারের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে কি না- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘পাঁচ কোটি ভোটারের দশ আঙুলের ছাপ ইতোমধ্যে নেয়া হয়েছে। আমাদের লক্ষ্য দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই যাতে সবার দশ আঙুলের ছাপ নিতে পারি। তখন এই সমস্যাটা আর থাকবে না। কারণ এই দশটা আঙুলের কোন না কোন আঙুলের মাধ্যমেই আমরা ভোটার চিহ্নিত করতে পারব।

আগে জাতীয় পরিচয়পত্রে ভোটারদের চার আঙুলের ছাপ থাকত। শ্রমজীবী, বয়স্কসহ অনেকেরই নানা কারণে আঙুলের ছাপ হালকা হয়ে যাওয়ায় ইভিএমে শনাক্তকরণে সমস্যা হত।

সব ভোটারের দশ আঙুলের ছাপ নেয়া হলে ছাপ না মেলার সমস্যা থাকবে না দাবি করে মো. আলমগীর বলেন, তখন এক শতাংশ ভোট প্রিজাইডিং অফিসারের হাতে রাখার প্রয়োজন হবে না। তারপরও শেষ ব্যবস্থা হিসেবে এটা রাখা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সরকার জাতীয় পরিচয়পত্র করার সময় প্রত্যেক নাগরিকের আঙুলের ছাপ নেয়। ইভিএমে ভোট দিতে গেলে নাগরিক বা ভোটারের আঙুলের ছাপ মেলান হয়। আঙুলের ছাপ মিললে ইভিএমের ব্যালট ইউনিট চালু হয়। কিন্তু নানা কারণে অনেক ভোটারের আঙুলের ছাপ মেলে না। সে ক্ষেত্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তার আঙুলের ছাপ দিয়ে ব্যালট ইউনিট চালু করে দেন। তারপর ভোটার গোপন কক্ষে গিয়ে ভোট দেন। তবে সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা এই ক্ষমতার অপপ্রয়োগ করলে ভোটে কারচুপি করা সম্ভব বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা।

ছবি

‘স্বার্থহীন’ রাজনীতির উদাহরণ পঙ্কজ ভট্টাচার্য

ছবি

মন্ত্রী-এমপিদের স্বজনরা নির্দেশ না মানলে ব্যবস্থা: কাদের

দুই ধাপের ভোটেই এমপির স্বজনরা

দুই ধাপের ভোটেই এমপির স্বজনরা

প্রথম ধাপে চার উপজেলায় ভোটের প্রয়োজন নেই

ছবি

মাদারীপুরে দুইটি উপজেলায় ২১ প্রার্থীর প্রতিক বরাদ্দ

ছবি

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে : কাদের

ছবি

উপজেলা নির্বাচন: পরশুরামে এবারও ভোটের প্রয়োজন হবে না

চেয়ারম্যান পদে জামায়াত নেতার মনোনযন প্রত্যাহার, দুই ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই

ছবি

হাতিয়াতে ভোট ছাড়াই জয়ী হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

ছবি

তাপপ্রবাহের কারণে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশ স্থগিত

লালমনিরহাটে দলীয় নির্দেশ উপেক্ষা করেই সাবেক মন্ত্রীর ভাই-ছেলের লড়াই

ছবি

শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

ছবি

সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

কসবায় নির্বাচন থেকে সরছেন না মন্ত্রীর আত্মীয় ছাইদুর

ছবি

স্বাস্থ্য সুরক্ষা আইন করে প্রাইভেট হাসপাতালের রোগ নির্ণয় পরীক্ষার ফি নির্ধারণ: স্বাস্থ্য মন্ত্রী

ছবি

রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় বিএনপি : ওবায়দুল কাদের

ছবি

১০ দিনে ৫ লাখ বৃক্ষ রোপণ করবে ছাত্রলীগ

ছবি

সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

ছবি

আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতি করতে চাই-- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি

ছবি

স্থানীয় নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই: ইসি আলমগীর

ছবি

সরকার চোরাবালিতে দাঁড়িয়ে, যেকোনো সময় ডুবে যাবে: রিজভী

ছবি

ইরাকে ইরানপন্থি বাহিনীর ঘাঁটিতে বিমান হামলায় হতাহত ৭

ছবি

আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি

ছবি

আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ থাকবে : কাদের

ছবি

আমি লজ্জিত-দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী, দোষীদের কপালে দুঃখ আছে : পলক

ছবি

যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে : শেখ হাসিনা

মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ’লীগের

ছবি

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়া : পররাষ্ট্রমন্ত্রী

ছবি

খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : শেখ হাসিনা

ছবি

বিএনপিসহ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে : ওবায়দুল কাদের

ছবি

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি

মনোনয়নে বিএনপি-জামায়াতের নেতারা, তবে দল দু’টির বর্জনের ঘোষণা

ছবি

আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

ছবি

হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু : ওবায়দুল কাদের

ছবি

এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

tab

রাজনীতি

আরপিও সংশোধন

ইভিএমে আঙুলের ছাপ না মিললে ভোটের সুযোগ সীমিত করতে চায় ইসিপ

সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ০৩ অক্টোবর ২০২২

ইভিএমে ভোট দিতে গিয়ে আঙুলের ছাপ না মিললেও একটি কেন্দ্রের সর্বোচ্চ ১ শতাংশ ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিতে পারেন। এই সংখ্যা এর চেয়ে বেশি হলে কমিশন বিশেষ ব্যবস্থায় তাদের ভোটের সুযোগ করে দিতে পারে।

তবে সম্প্রতি নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) যে সংশোধনী প্রস্তাব এনেছে, তা আইনে পরিণত (পাস) হলে, কোন ভোটকেন্দ্রে ১ শতাংশের বেশি ভোটারের আঙুলের ছাপ না মিললে তারা আর ভোট দিতে পারবেন না।

সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দু-একদিনের মধ্যে এই সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ের পাঠানো হবে।

সহকারী প্রিজাইডিং অফিসারের এক শতাংশ ভোটের এই বিধান এতদিন ইসির পরিপত্রের মাধ্যমে চলছিল। ভবিষ্যতে যাতে এ নিয়ে জটিলতা তৈরি না হয় সেজন্য আরপিও সংশোধনের মাধ্যমে একে আইনি কাঠামোয় আনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এজন্য আরপিওতে একটি উপধারা সংযোজন করা হয়েছে। তাতে বলা হয়েছে, একটি ভোটকেন্দ্রের সর্বোচ্চ ১ শতাংশ ভোটারকে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার তার আঙুলের ছাপ দিয়ে ইলেকট্রনিক ব্যালট ইস্যু করতে পারবেন।

এক শতাংশের এই বিধান এতদিন ছিল জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়টি নিয়ে যাতে কনফিউশন না হয়, যার কারণে আইনের কাঠামোয় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ এক শতাংশ ভোট দেয়ার রেকর্ড রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য বিধিমালায়ও প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি।

দু-একদিনের মধ্যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা গণপ্রতিনিধিত্ব আদেশের একটি সংশোধনী আগেই আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তার সঙ্গে নতুন এই অংশটুকু যুক্ত হবে। আইন মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে দেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।’

আঙুলের ছাপ না মেলা ভোটার সংখ্যা এক শতাংশের বেশি হলে, বর্তমান ব্যবস্থায় তাদের ভোট দান প্রক্রিয়া সম্পর্কে মো. আলমগীর বলেন, ‘এক শতাংশের বেশি হলে সেখানকার প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারকে জানাবেন। এক্ষেত্রে কোন কোন ভোটার ভোট দিতে পারছেন না, তা জানাবেন। রিটার্নিং অফিসার তা যাচাই করে সন্তুষ্ট হলেন তিনি কমিশনকে জানান এবং কমিশন সেটা ভেরিফাই করে দেখে সন্তুষ্ট হলে ওই নির্দিষ্ট ভোটারের জন্য আলাদা কোড দিয়ে ভোট প্রদানের সুযোগ দিয়ে থাকেন। এটা করতে হলে বিশেষ ব্যবস্থা করতে হয়।’

এক শতাংশের বিষয়টি আইনি কাঠামোয় এলে এই বিশেষ ব্যবস্থা থাকবে না উল্লেখ করে এই কমিশনার বলেন, ‘এক্ষেত্রে এক শতাংশ বেশি হলে তারা ভোট দিতে পারবে না।’

এক্ষেত্রে কোন ভোটারের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে কি না- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘পাঁচ কোটি ভোটারের দশ আঙুলের ছাপ ইতোমধ্যে নেয়া হয়েছে। আমাদের লক্ষ্য দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই যাতে সবার দশ আঙুলের ছাপ নিতে পারি। তখন এই সমস্যাটা আর থাকবে না। কারণ এই দশটা আঙুলের কোন না কোন আঙুলের মাধ্যমেই আমরা ভোটার চিহ্নিত করতে পারব।

আগে জাতীয় পরিচয়পত্রে ভোটারদের চার আঙুলের ছাপ থাকত। শ্রমজীবী, বয়স্কসহ অনেকেরই নানা কারণে আঙুলের ছাপ হালকা হয়ে যাওয়ায় ইভিএমে শনাক্তকরণে সমস্যা হত।

সব ভোটারের দশ আঙুলের ছাপ নেয়া হলে ছাপ না মেলার সমস্যা থাকবে না দাবি করে মো. আলমগীর বলেন, তখন এক শতাংশ ভোট প্রিজাইডিং অফিসারের হাতে রাখার প্রয়োজন হবে না। তারপরও শেষ ব্যবস্থা হিসেবে এটা রাখা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, সরকার জাতীয় পরিচয়পত্র করার সময় প্রত্যেক নাগরিকের আঙুলের ছাপ নেয়। ইভিএমে ভোট দিতে গেলে নাগরিক বা ভোটারের আঙুলের ছাপ মেলান হয়। আঙুলের ছাপ মিললে ইভিএমের ব্যালট ইউনিট চালু হয়। কিন্তু নানা কারণে অনেক ভোটারের আঙুলের ছাপ মেলে না। সে ক্ষেত্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তার আঙুলের ছাপ দিয়ে ব্যালট ইউনিট চালু করে দেন। তারপর ভোটার গোপন কক্ষে গিয়ে ভোট দেন। তবে সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা এই ক্ষমতার অপপ্রয়োগ করলে ভোটে কারচুপি করা সম্ভব বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা।

back to top