প্রতিনিধি, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

নারায়ণগঞ্জে এবার ছাত্রলীগ নেতার মামলায় বিএনপির ৩৮ নেতা-কর্মী আসামি

নারায়ণগঞ্জে এবার ছাত্রলীগ নেতার মামলায় বিএনপির ৩৮ নেতা-কর্মী আসামি

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের এক কর্মী। মারধর, মোটরসাইকেলে আগুন এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে গত সোমবার রাতে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তিনি। এর আগে রোববার রাতে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায় বলে আশাদুল প্রধান নামে ওই ছাত্রলীগ কর্মীর অভিযোগ।

মামলার বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে করা ওই মামলায় ৩৮ জন এজাহারনামীয় এবং ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ূন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজিদ ভূঁইয়া, রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, কাঞ্চন পৌর যুবদলের সদস্যসচিব মো. কোহিনুর, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ওবায়দুল ইসলাম রকি, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল আমিন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, থানা ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদসহ ৩৮ জনকে এজাহারনামীয় এবং ৭০-৮০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, গত রোববার রাত আটটার দিকে রূপসীর নিজ বাসা থেকে কাঞ্চনে বোনের বাসার দিকে মোটর সাইকেলে যাচ্ছিলেন। সাড়ে আটটার দিকে গোলাকান্দাই-কাঞ্চন রোডের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন জিনিয়া স্টোরের পূর্ব পাশে মহাসড়কের উপরে গোলাম ফারুক খোকনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০-৮০ জন নেতাকর্মী মিছিল করছিল। তাদের সকলের হাতে লাঠিসোটা, রড, এসএস পাইপ ছিল। ওই সড়ক পার হওয়ার সময় তাকে দেখামাত্রই আসামিরা তার উপর হামলা চালায় বলে অভিযোগ ওই ছাত্রলীগ কর্মীর।

তিনি মামলার এজাহারে আরও বলেন, তাকে মোটর সাইকেল থেকে নামিয়ে আসামিরা কিল, ঘুষিসহ এসএস পাইপ দিয়ে আঘাত করতে থাকে। বাদীর মোটর সাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয় আসামিরা। যাওয়ার সময় তিনটি ককটেলও বিস্ফোরণ ঘটনায় তারা।

এদিকে রোববার রাতে বিএনপি বা তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের কোন মিছিল বা সমাবেশ ছিল না দাবি করে জেলা বিএনপির সদস্যসচিব গোলাম ফারুক খোকন বলেন, ‘গত নির্বাচনের আগে সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়েছে আওয়ামী লীগ। সেসব মামলায় নেতা-কর্মীরা কেউ আগাম জামিনে আবার কেউ গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়েছেন। এই কারণে আগামী ১০ ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশে নেতা-কর্মীরা যাতে যেতে না পারে সেইজন্য তাদের ঠেকাতে আবারও নতুন করে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। সারাদেশেই আবার গায়েবি মামলা দিতে শুরু করেছে আওয়ামী লীগ।’

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সোনারগাঁ উপজেলার পিরোজপুরে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে বিএনপির ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন শ্রমিক লীগের মেঘনা শিল্পাঞ্চল শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম।

গত ১৮ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের বন্দরে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন মো. সোহেল নামে আরেক ছাত্রলীগ কর্মী। বিস্ফোরক দ্রব্য আইনে করা ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এরপর ২১ নভেম্বর দিবাগত রাতে নাশকতার অভিযোগে বিএনপির ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন মামলাটি দায়ের করেন।

গত ২৭ নভেম্বর সকালে নাশকতার অভিযোগে একই আইনে আড়াইহাজার থানার উপপরিদর্শক মামুন মিয়া বাদী হয়ে বিএনপির ৪৩ জনের নাম উল্লেখসহ ৫০-১০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। একই সকালে সিদ্ধিরগঞ্জ থানায় আরেকটি মামলা করে পুলিশ। নাশকতার অভিযোগে ওই মামলাতেও বিএনপির ২১ জনকে আসামি করেন থানার উপপরিদর্শক সানোয়ার হোসেন। এই মামলায় ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ