বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংর্ঘষের পর নয়াপল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।
সকালে কোনো নেতা–কর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে।বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।
বিএনপির কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বলেন, গতকাল রাতে পুলিশি অভিযান শেষে কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।
আজ বৃহ্পতিবার সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
গতকাল নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া কার্যালয় থেকে অর্ধশত নেতাকর্মীকে তুলে নেওয়া হয়েছে বলেও দাবি বিএনপির।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
বুধবার পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংর্ঘষের পর নয়াপল্টনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।
সকালে কোনো নেতা–কর্মীকে কার্যালয়ের ভেতরে ঢুকতে দেখা যায়নি। কার্যালয়ের মূল ফটকের বাইরে পাহারায় রয়েছে পুলিশ। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে যাওয়া এবং আসার রাস্তা বন্ধ রয়েছে।বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
তবে এসব রাস্তায় পরিচয়পত্র দেখিয়ে হেঁটে চলাচল করতে পারছেন পথচারীরা।
বিএনপির কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন বলেন, গতকাল রাতে পুলিশি অভিযান শেষে কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়েছে।
আজ বৃহ্পতিবার সকালে নয়াপল্টন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
গতকাল নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমান, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ অনেক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া কার্যালয় থেকে অর্ধশত নেতাকর্মীকে তুলে নেওয়া হয়েছে বলেও দাবি বিএনপির।