গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার বেলা ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন।
শুক্রবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নেওয়া এবং ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্ধারণ নিয়ে বেলা ১২টার দিকে জরুরি বৈঠকে বসে স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে সেই বৈঠকের কোন বিস্তারিত এখনো সাংবাদিকদের জানানো হয়নি।
সারাদেশ: জীবননগরে অধিকংশ ইটভাটার অনুমোদন নেই
সারাদেশ: ইছামতি নদী এখন বিস্তীর্ণ ফসলের মাঠ
আন্তর্জাতিক: সাগরের ৪০০ মিটার গভীরে টানেল নির্মাণ করছে নরওয়ে
আন্তর্জাতিক: রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২