একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে ‘গলা টিপে হত্যার’ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি কানাইঘাট উপজেলায় একটি অনুষ্ঠানে বক্তৃতার সময় সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক চৌধুরী এমন হুমকি দেন। এ ঘটনায় সামিরার চাচাতো ভাই রাহাত চৌধুরী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিছ। অন্যদিকে হারিছের চাচাতো ভাই ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। এক-এগারোর পর থেকে পলাতক হারিছ করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আশিক। ২০২২ সালের ১১ জানুয়ারি ফেসবুকে তার স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরী মারা গেছেন।
এরপর পলাতক হারিছ চৌধুরীর অবস্থান বা মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তৎপর হলেও নিশ্চিত তথ্য মিলেনি।
গত ১৭ জানুয়ারি কানাইঘাটে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতার সময় ক্ষুব্ধ হয়ে সামিরাকে গলা টিপে হত্যার হুমকি দেন আশিক। এ ছাড়া, হারিছ চৌধুরীর পরিবারের অন্যদের সম্পর্কেও বিষোদগার করেন তিনি। বক্তৃতার ভিডিও ফেসবুকে ছড়ালে হারিছ চৌধুরীর আপন ছোট ভাই কামাল চৌধুরীর ছেলে সামিরার হয়ে থানায় অভিযোগ দেন।
তবে হত্যার হুমকি দেয়ার কথা অস্বীকার করে আশিক জানান, ‘উনি (হারিছ চৌধুরী) মারা যাওয়ার পর স্থানীয় কিছু লোক সামিনাকে নিয়ে বিশৃঙ্খলা করছে। এজন্য বক্তৃতার সময় রাগ করে কথার কথা বলেছি। সে (সামিরা) আমার মেয়ে। বাবা নাই, আমিই তার বাবা। তাই মনোবল নিয়া কইছি, গলা টিপে মাইরা ফালাইমু! এটা কথার কথা।’
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় সামিরার চাচাতো ভাই রাহাত চৌধুরী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে যাকে হত্যার হুমকি দেয়া হয়েছে, তাকে (সামিরা) নিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে রাহাতকে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে ‘গলা টিপে হত্যার’ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি কানাইঘাট উপজেলায় একটি অনুষ্ঠানে বক্তৃতার সময় সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশিক চৌধুরী এমন হুমকি দেন। এ ঘটনায় সামিরার চাচাতো ভাই রাহাত চৌধুরী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিছ। অন্যদিকে হারিছের চাচাতো ভাই ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। এক-এগারোর পর থেকে পলাতক হারিছ করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আশিক। ২০২২ সালের ১১ জানুয়ারি ফেসবুকে তার স্ট্যাটাস নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। তখন তিনি ফেসবুকে লিখেছিলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে হারিছ চৌধুরী মারা গেছেন।
এরপর পলাতক হারিছ চৌধুরীর অবস্থান বা মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট তৎপর হলেও নিশ্চিত তথ্য মিলেনি।
গত ১৭ জানুয়ারি কানাইঘাটে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতার সময় ক্ষুব্ধ হয়ে সামিরাকে গলা টিপে হত্যার হুমকি দেন আশিক। এ ছাড়া, হারিছ চৌধুরীর পরিবারের অন্যদের সম্পর্কেও বিষোদগার করেন তিনি। বক্তৃতার ভিডিও ফেসবুকে ছড়ালে হারিছ চৌধুরীর আপন ছোট ভাই কামাল চৌধুরীর ছেলে সামিরার হয়ে থানায় অভিযোগ দেন।
তবে হত্যার হুমকি দেয়ার কথা অস্বীকার করে আশিক জানান, ‘উনি (হারিছ চৌধুরী) মারা যাওয়ার পর স্থানীয় কিছু লোক সামিনাকে নিয়ে বিশৃঙ্খলা করছে। এজন্য বক্তৃতার সময় রাগ করে কথার কথা বলেছি। সে (সামিরা) আমার মেয়ে। বাবা নাই, আমিই তার বাবা। তাই মনোবল নিয়া কইছি, গলা টিপে মাইরা ফালাইমু! এটা কথার কথা।’
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় সামিরার চাচাতো ভাই রাহাত চৌধুরী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে যাকে হত্যার হুমকি দেয়া হয়েছে, তাকে (সামিরা) নিয়ে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে রাহাতকে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।