সংবাদ অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩

বিএনপির পদযাত্রা দেখে মৃত্যুর পরের ‘নীরব’ শোভাযাত্রার মত লেগেছে কাদেরের

image

বিএনপির পদযাত্রা দেখে মৃত্যুর পরের ‘নীরব’ শোভাযাত্রার মত লেগেছে কাদেরের

মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির পদযাত্রা দেখলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনে হয়েছে কেউ মারা যাবার পর যে ‘নীরব’ শোভাযাত্রা হয় এমন কিছু। এমন পদযাত্রা দিয়ে সরকার পতনের স্বপ্ন ভুয়া বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বিএনপির সরকার পতনের স্বপ্ন ভুয়া। মানুষের শক্তি যখন কমে আসে, তখন তার মুখের বিষ তখন উগরে দেয়—বিএনপির এমন দশা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আয়োজিত এক সমাবেশ ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করে।

দম ফুরিয়ে যাওয়ায় বিএনপির নেতারা লাফালাফি বন্ধ করে দিয়ে নীরব পদযাত্রার কর্মসূচি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির নেতাদের শক্তি কমে আসছে। তাই লাফালাফি বন্ধ করে এখন নীরব পদযাত্রা, শোকযাত্রা শুরু করেছেন।’

ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন নাকি মাগুরার নির্বাচনের ধাঁধা। নির্বাচন কিন্তু এখনো হয়নি। নির্বাচন হবে আগামীকাল। মাগুরার উপনির্বাচন গুন্ডা-হুন্ডা, সকাল ১০টার মধ্যেই ভোট শেষ। এরপর আর লোক নেই। সেই নির্বাচন হবে না। মাগুরা মার্কা ফ্রি স্টাইল নির্বাচন আগামীকাল হবে না।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন নির্বাচনই হবে। আওয়ামী লীগ ও লোকদের অধিকার আছে কাউকে সমর্থনের। সেখানে আমরা আমাদের কোনো প্রার্থী দিইনি। সে কারণে আমরা সেখানে একজকে সমর্থন দিয়েছি। তার অর্থ এই নয়, আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করবে না। নির্বাচন নির্বাচনের মতোই হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘লন্ডনে বসে হুংকার দিচ্ছেন। কোথায় সেই বিদেশ! সৎ সাহস থাকে তো আসুন। লন্ডন থেকে হুংকার ছাড়েন কেন? দেশে আসুন, সৎ সাহস থাকলে এখানে এসে রাজনীতি করুন।’

তারেক রহমানকে কাপুরুষ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘আপনি তো কাপুরুষ। কাপুরুষ কেন? “রাজনীতি করব না”, জরুরি সরকারের কাছে এমন মুচলেকা দিয়ে তিনি লন্ডনে পারি জমিয়েছেন। কয় বছর? ২০০৭ থেকে ১৫-১৬ বছর হলো। তিনি আর ফিরে এলেন না।’ এখন ফখরুল তাঁর (তারেক) রিমোট কন্ট্রোলে আন্দোলন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সব রঙিন খোয়াব অচিরেই কর্পূরের মতো উবে যাবে। খোয়াব দেখছেন তো ক্ষমতার? হায় রে ময়ূর-সিংহাসন। আর ফিরে আসবে না। মহারানি ভিক্টোরিয়ার মতো ক্ষমতার মঞ্চে বসবেন, সেই দিন চলে গেছে। ফিরে কি আসবে কোনো দিন? বিএনপি দিবাস্বপ্ন দেখতে থাকুক, আমরা (আওয়ামী লীগ) উন্নয়ন করতে থাকব।’

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ভীষণ খেপে গেছেন। তিনি গোস্‌সা হয়েছেন।’

এ সময় উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছে বিএনপির আন্দোলনের খবর জানতে চান। তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের কী খবর?’ পরে তিনি নিজেই বলেন, তাদের আন্দোলন সবাই বলে ভুয়া। বিএনপির ১০ তারিখের (১০ ডিসেম্বর) লাল কার্ড, সরকারের পতন, বিএনপির ৫৪ দল, তাদের ২৭ দফা, ১০ দফা, ১৪ দফা এবং অবশেষে পদযাত্রা—সবই ভুয়া।

উপস্থিত নেতা-কর্মীদের নির্বাচনের জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নৌকা চলছে। আর নৌকা চলে ভাসিয়া। ভোট দেবেন আসিয়া। সবাই তৈরি হয়ে যান। অন্ধকারে আর ফিরে যাব না।’

শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সংসদ সদস্য কাদের খান, হাবিব হাসানসহ বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ