image

উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকেও এড়িয়ে যাওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী

শনিবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রতিনিধি, চাঁদপুর

শেখ হাসিনাকে টার্গেট করে উদ্দ্যেশ্যমূলকভাবে নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কবিতা বা বিশিষ্ট লেখকদের গদ্যের বেলায় কখনো কোন সূত্র থাকেনা। এমনকি আমরাও কখনো তা দেখিনি। তবে লেখাগুলো কোথা থেকে নেয়া হয়েছে সেক্ষেত্রে কৃতজ্ঞতা স্কীকার করা একটি সাধারণ নিয়ম।

শিক্ষামন্ত্রী বলেন, এতো ডামাডোলের মধ্যে সম্পূর্ণ উদ্দ্যেশ্যমূলক নতুন শিক্ষাক্রমকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এখানে যে আমরা পুরো গঠন পঠন পদ্ধতি পরিবর্তন করে শিক্ষার্থীদের আনন্দঘন শিক্ষার পরিবেশ দেয়া হচ্ছে তা এড়িয়ে যাওয়া হচ্ছে।

ডা. দীপু মনি আরও বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা সারাজীবন ধারনা করবে, আত্মস্থ করবে এবং তা প্রয়োজনমতো প্রয়োগ করতে পারবে। কেননা আমরা মূল্যায়ন পদ্ধতিতেও গুনগত পরিবর্তন এনেছি। সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবার দক্ষ যোগ্য মানবিক সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবার প্রচেষ্টা চালাচ্ছি। এক্ষেত্রে যদি কোন ভালো গঠনমূলক পরামর্শ থাকে তাহলে তা নিশ্চই আমরা গ্রহণ করবো।

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সহ অন্যরা উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২ টি ইভেন্টে সর্বমোট ৫১২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নারায়ণগঞ্জ-৫: বিএনপির প্রার্থিতা নিয়ে নাটকীয়তার পর বিভ্রান্তি

সম্প্রতি