image

বিএনপি নেতা জমির উদ্দিন সরকারকে ২৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ

সোমবার, ১৩ মার্চ ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় কোষাগারে ২৭ লাখ টাকা জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭–এর বিচারক প্রদীপ কুমার রায় সম্প্রতি এই আদেশ দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জমির উদ্দিন সরকারের আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

আইনজীবী জাকির হোসেন বলেন, বিদেশে চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সরকারি অর্থ অনুমোদন ও তা তুলে আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে ২০১০ সালে জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে পাঁচটি মামলা করে দুদক। ওই মামলায় ২০১২ সালে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

পরে বিচারিক আদালত মামলার অভিযোগপত্র আমলে নেয়। ওই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে বিবিধ আবেদন করেন জমির উদ্দিন সরকার। পরে দুর্নীতির পাঁচটি পৃথক মামলা বাতিল প্রশ্নে ২০১৬ সালে বিভক্ত রায় দেন হাইকোর্ট।

আইনজীবী জাকির হোসেন আরও বলেন, ‘আপিল বিভাগ শুনানি নিয়ে গত বছর রায় দেন। তাতে জমির উদ্দিন সরকারকে বিদেশে চিকিৎসা বাবদ নেওয়া ২৭ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন।

সম্প্রতি বিচারিক আদালত আগামী ৯ জুলাইয়ের মধ্যে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেন। আমরা দু–এক দিনের আদালতে টাকা জমা দেব।’

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরেবাংলা নগর থানায় দুদক এই মামলাগুলো করে। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

‘রাজনীতি’ : আরও খবর

» বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

সম্প্রতি