image

আইনজীবি সমিতির নির্বাচন বাতিলের দাবি মির্জা ফখরুলের

সংবাদ অনলাইন রিপোর্ট

সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতির নির্বাচন বাতিল করে ফের নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি।

এসময় উদ্ভুত পরিস্থিতিতে প্রধান বিচারপতির উদ্যোগও চান তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ আজ এমন একটি দেউলিয়া দলে পরিণত হয়েছে- আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশ ও বহিরাগতদের ব্যবহার করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে হয়। এটা বড় লজ্জার বিষয়।

তিনি বলেন, আমি প্রত্যাশা করি প্রধান বিচারপতি- যিনি তার রাষ্ট্রের যে সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট, তার সেনটেটি বা পবিত্রতা রক্ষা করবার জন্য এগিয়ে আসবেন এবং প্রতিষ্ঠানটির পবিত্রতা রক্ষা করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র এখন বিপন্ন। পুরোপুরি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সুপ্রিম কোর্টে সাংবাদিকসহ আইনজীবীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে হামলার ঘটনায় আবারো প্রমাণ হয়ে গেল এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। দেশে যত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে, তা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে বর্তমান সরকার।

‘রাজনীতি’ : আরও খবর

» ঋণখেলাপিদের মনোয়ন দেয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

» হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস

» সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের

সম্প্রতি