বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতারভাবে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করছে, পরস্পরের মধ্যে বৈঠক করছে এবং লিয়াজোঁ কমিটিও রয়েছে তাদের। তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রংপুরসহ বিভাগের ৮ জেলায় এসব দলের কর্মকান্ড ‘দৃশ্যমানর নয়’। এমনকি স্থানীয়ভাবে বিএনপির সঙ্গে তাদের কোন যোগাযোগ নেই। শুধু তাই নয় এসব নামসর্বস্ব দলের নেতাদের কাউকে চেনেন না বলে একাধিক বিএনপি নেতা জানিয়েছেন। ঢাকা ছাড়া ওই সব দল বা জোটের কোন অস্তিত্ব বা কর্মকান্ড নেই বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। শুধু তাই নয় ওই সব দলের দলীয় কার্যালয় নেই বিভাগের কোন জেলাতেই।
বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক জানিয়েছেন, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন জোট ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে আন্দোলন করলেও রংপুর বিভাগে তাদের কারো সঙ্গে বিএনপির কোন যোগাযোগ নেই। এ ব্যাপারে ওই সব দলের সঙ্গে সমন্বয় সভা বা লিয়াজোঁ করার কোন নির্দেশনা তারা পাননি বলে জানান তিনি।
তবে জেলা পর্যায়ের বিএনপি নেতাদের সঙ্গে ওই সব দলের যোগাযোগ বা লিয়াজোঁ রয়েছে কি-না তা জেলা বা মহানগর বিএনপির নেতারা বলতে পারবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য জোটের সঙ্গে তাদের যোগাযোগ তেমন নেই। তবে বেশ কিছুদিন আগে কল্যাণ পার্টিসহ কয়েকটি দলের কয়েকজন নেতা তাদের অফিসে এসে কথা বলেছেন। কারা ছিলেন জানতে চাইলে তিনি কারো নাম বলতে পারেননি। বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষিত লাগাতার কর্মসূচি পালন করে আসলেও ওই সব দল নিজের মতো করে কর্মসূচি পালন করে বলে শুনেছেন। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং বিএনপির ১০ দফা কর্মসূচি সমর্থন করে যেসব দল বা জোট আন্দোলন করছে তাদের সবার সঙ্গে আলোচনা চলমান বলে জানান তিনি।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, দেড় মাস আগে গণতন্ত্র মঞ্চসহ কিছু রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। আবারও আলোচনা হবে একসঙ্গে কাজ করার ব্যাপারে।
এদিকে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক এ প্রতিনিধিকে জানিয়েছেন ঢাকায় গণতন্ত্র মঞ্চসহ বেশ কয়েকটি জোট বিএনপির সঙ্গে লিয়াজোঁ করে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করলেও রংপুরে ওই সব দলের কোন কর্মকান্ড নেই। এদের নেতা কারা তাও আমরা জানি না এমনকি রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কোন যোগাযোগ নেই। তবে জাসদ (রব) গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য এবং গণঅধিকার পরিষদের ১০-১২ জন নেতাকর্মী আছেন তারা সবাই মিলে গণতন্ত্র মঞ্চের নামে প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করে কিন্তু তাদের সব মিলিয়ে ১৫ জনের বেশি নেতাকর্মী দেখা যায়নি।
এ ব্যাপারে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মোবাখ্খারুল ইসলাম নবাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রংপুরে তাদের একটি আহ্বায়ক কমিটি আছে এখনও তাদের কর্মকান্ড তেমন দৃশ্যমান না হলেও খুব দ্রুত তারা রংপুরে বড় পরিসরে শোডাউন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। অন্যদিকে জেএসডি (রব) জেলা সভাপতি আমিনুল ইসলাম বিএসসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পূর্ণাঙ্গ জেলা কমিটি থাকার কথা বললেও তাদের ৩-৪ জন ছাড়া কারো নাম বলতে পারেননি। এমনকি গণতন্ত্র মঞ্চের দলগুলোর কোন কার্যালয় নেই বলেও স্বীকার করেন তিনি।
অন্যদিকে কল্যাণ পার্টি, জাপা (জামাল হায়দার) সহ ১২ দলীয় জোটের ঢাকায়সহ মানববন্ধন আর সমাবেশ করার কথা গণমাধ্যমে আসলেও রংপুর বিভাগে এই জোটের কোন দৃশ্যমান কর্মকান্ড নেই। একই ভাবে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, এনপিপি, সমমনা পেশাজীবী জোট, গণফোরামসহ বিভিন্ন দলেরও একই অবস্থা তাদের দলের কথা কাগজ কলমে আছে বাস্তবে নেই।
তবে সিপিবি, বাসদসহ বামজোটের কর্মকান্ড দৃশ্যমান। তারা জোটের সব কর্মসূচি পালন করছে, তাদের দলীয় কার্যালয়সহ শক্তিশালী সংগঠন আছে বলে তাদের কর্মকান্ডে প্রতিফলন দেখা যায়।
এ ব্যাপারে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির কথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবিতে আন্দোলনে জনগণের কোন সমর্থন নেই। তারা বিভিন্ন কর্মসূচি উপজেলা পর্যায় থেকে লোক ভাড়া করে নিয়ে আসে এদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি মূলত দল ভারি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই। অন্যদিকে যেসব জোটের কথা বলা হয় এসব দল সাইনবোর্ড সর্বস্ব রংপুরে এদের অস্তিত্ব নেই বলে জানান তিনি।
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতারভাবে আলাদা আলাদাভাবে কর্মসূচি পালন করছে, পরস্পরের মধ্যে বৈঠক করছে এবং লিয়াজোঁ কমিটিও রয়েছে তাদের। তবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ রংপুরসহ বিভাগের ৮ জেলায় এসব দলের কর্মকান্ড ‘দৃশ্যমানর নয়’। এমনকি স্থানীয়ভাবে বিএনপির সঙ্গে তাদের কোন যোগাযোগ নেই। শুধু তাই নয় এসব নামসর্বস্ব দলের নেতাদের কাউকে চেনেন না বলে একাধিক বিএনপি নেতা জানিয়েছেন। ঢাকা ছাড়া ওই সব দল বা জোটের কোন অস্তিত্ব বা কর্মকান্ড নেই বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। শুধু তাই নয় ওই সব দলের দলীয় কার্যালয় নেই বিভাগের কোন জেলাতেই।
বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক জানিয়েছেন, গণতন্ত্র মঞ্চসহ বিভিন্ন জোট ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে আন্দোলন করলেও রংপুর বিভাগে তাদের কারো সঙ্গে বিএনপির কোন যোগাযোগ নেই। এ ব্যাপারে ওই সব দলের সঙ্গে সমন্বয় সভা বা লিয়াজোঁ করার কোন নির্দেশনা তারা পাননি বলে জানান তিনি।
তবে জেলা পর্যায়ের বিএনপি নেতাদের সঙ্গে ওই সব দলের যোগাযোগ বা লিয়াজোঁ রয়েছে কি-না তা জেলা বা মহানগর বিএনপির নেতারা বলতে পারবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য জোটের সঙ্গে তাদের যোগাযোগ তেমন নেই। তবে বেশ কিছুদিন আগে কল্যাণ পার্টিসহ কয়েকটি দলের কয়েকজন নেতা তাদের অফিসে এসে কথা বলেছেন। কারা ছিলেন জানতে চাইলে তিনি কারো নাম বলতে পারেননি। বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষিত লাগাতার কর্মসূচি পালন করে আসলেও ওই সব দল নিজের মতো করে কর্মসূচি পালন করে বলে শুনেছেন। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং বিএনপির ১০ দফা কর্মসূচি সমর্থন করে যেসব দল বা জোট আন্দোলন করছে তাদের সবার সঙ্গে আলোচনা চলমান বলে জানান তিনি।
অন্যদিকে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, দেড় মাস আগে গণতন্ত্র মঞ্চসহ কিছু রাজনৈতিক দলের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। আবারও আলোচনা হবে একসঙ্গে কাজ করার ব্যাপারে।
এদিকে জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতা নাম প্রকাশে অনিচ্ছুক এ প্রতিনিধিকে জানিয়েছেন ঢাকায় গণতন্ত্র মঞ্চসহ বেশ কয়েকটি জোট বিএনপির সঙ্গে লিয়াজোঁ করে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচি পালন করলেও রংপুরে ওই সব দলের কোন কর্মকান্ড নেই। এদের নেতা কারা তাও আমরা জানি না এমনকি রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কোন যোগাযোগ নেই। তবে জাসদ (রব) গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য এবং গণঅধিকার পরিষদের ১০-১২ জন নেতাকর্মী আছেন তারা সবাই মিলে গণতন্ত্র মঞ্চের নামে প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করে কিন্তু তাদের সব মিলিয়ে ১৫ জনের বেশি নেতাকর্মী দেখা যায়নি।
এ ব্যাপারে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মোবাখ্খারুল ইসলাম নবাবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রংপুরে তাদের একটি আহ্বায়ক কমিটি আছে এখনও তাদের কর্মকান্ড তেমন দৃশ্যমান না হলেও খুব দ্রুত তারা রংপুরে বড় পরিসরে শোডাউন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। অন্যদিকে জেএসডি (রব) জেলা সভাপতি আমিনুল ইসলাম বিএসসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পূর্ণাঙ্গ জেলা কমিটি থাকার কথা বললেও তাদের ৩-৪ জন ছাড়া কারো নাম বলতে পারেননি। এমনকি গণতন্ত্র মঞ্চের দলগুলোর কোন কার্যালয় নেই বলেও স্বীকার করেন তিনি।
অন্যদিকে কল্যাণ পার্টি, জাপা (জামাল হায়দার) সহ ১২ দলীয় জোটের ঢাকায়সহ মানববন্ধন আর সমাবেশ করার কথা গণমাধ্যমে আসলেও রংপুর বিভাগে এই জোটের কোন দৃশ্যমান কর্মকান্ড নেই। একই ভাবে এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, এনপিপি, সমমনা পেশাজীবী জোট, গণফোরামসহ বিভিন্ন দলেরও একই অবস্থা তাদের দলের কথা কাগজ কলমে আছে বাস্তবে নেই।
তবে সিপিবি, বাসদসহ বামজোটের কর্মকান্ড দৃশ্যমান। তারা জোটের সব কর্মসূচি পালন করছে, তাদের দলীয় কার্যালয়সহ শক্তিশালী সংগঠন আছে বলে তাদের কর্মকান্ডে প্রতিফলন দেখা যায়।
এ ব্যাপারে রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপির কথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ ১০ দফা দাবিতে আন্দোলনে জনগণের কোন সমর্থন নেই। তারা বিভিন্ন কর্মসূচি উপজেলা পর্যায় থেকে লোক ভাড়া করে নিয়ে আসে এদের অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, বিএনপি মূলত দল ভারি করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই। অন্যদিকে যেসব জোটের কথা বলা হয় এসব দল সাইনবোর্ড সর্বস্ব রংপুরে এদের অস্তিত্ব নেই বলে জানান তিনি।
