গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচন সোমবার।
ইভিএমের মাধ্যমে এ পৌরসভার ৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। । এ নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক মতিয়ার রহমান হাজরা দলীয় মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় কুমার মজুমদার বিনাপ্রতিদ্বন্ধিতায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এখন শুধু ৮টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে চলবে ভোট গ্রহণ। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫৯৫৮। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৯১৬ ও নারী ভোটার সংখ্যা ৮০৪২।
রিটাংনিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্লা বলেন, নির্বাচনী প্রচার প্রচারণা এ পর্যন্ত কোন সহিংস ঘটনা ঘটেনি। আশা করছি এ পৌরসভার ৮টি ওয়ার্ডেই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরেও আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি। #
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত