সোমবার কোটালীপাড়া পৌরসভা নির্বাচন

রোববার, ১৯ মার্চ ২০২৩
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচন সোমবার।

ইভিএমের মাধ্যমে এ পৌরসভার ৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। । এ নির্বাচনে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক

সম্পাদক মতিয়ার রহমান হাজরা দলীয় মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় কুমার মজুমদার বিনাপ্রতিদ্বন্ধিতায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এখন শুধু ৮টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৫জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে চলবে ভোট গ্রহণ। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫৯৫৮। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭৯১৬ ও নারী ভোটার সংখ্যা ৮০৪২।

রিটাংনিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফয়জুল মোল্লা বলেন, নির্বাচনী প্রচার প্রচারণা এ পর্যন্ত কোন সহিংস ঘটনা ঘটেনি। আশা করছি এ পৌরসভার ৮টি ওয়ার্ডেই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরেও আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছি। #

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি