image

ফখরুল দেশের সব অপশক্তির মুখপাত্র: ওবায়দুল কাদের

সংবাদ অনলাইন রিপোর্ট

বিএনপিকে পাকিস্তানের ‘দালাল পার্টি’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সব অপশক্তির ‘মুখপাত্র’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ শনিবার জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, যারা আমাকে বলেন ফখরুলকে টার্গেট করে কথা বলি। তাদের উদ্দেশে বলতে চাই, ফখরুল প্রতিদিনই আমাদের টার্গেট করে। তাকে কিছু বললে আপনাদের গায়ে জ্বালা ধরে কেন?

ওবায়দুল কাদের বলেন, যারা বলে পাকিস্তান আমলে ভালো ছিলাম, তারা পাকিস্তানের সেবা দাস ও দালাল। তাদের প্রতিহত করতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সকল অপশক্তির মুখপাত্র তিনি (ফখরুল)। তার বিরুদ্ধে কথা বলব না? এই দেশে বাস করে যে বলতে পারে পাকিস্তান আমল অনেক ভালো ছিলো। সে কি অপশক্তির চেতনা ধারণ করে না? সে কি অপশক্তির পৃষ্ঠপোষক নয়?

তিনি বলেন, বিএনপি পাকিস্তানের দালাল পার্টি। তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। তাদেরকে পরাভূত ও পরাজিত করার শপথ নিতে হবে।

বিএনপি গণহত্যা দিবস পালন না করে না দাবি করে কাদের বলেন, "তাদের আজ (২৫ মার্চ) কোনো কর্মসূচি নেই। তারা কোনো কর্মসূচি রাখে না। ২৫ ও ২৬ মার্চের চেতনা তারা ধারণ করে না। এ কারণে তারা চুপচাপ বসে আছে। এ দিবসটির প্রতি তাদের আবেগ ও অনুভূতি নেই।

দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কোনো ইফতার পার্টি না করার জন্যও বলেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন কৃচ্ছ্রতা সাধন করবেন। এই বৈশ্বিক সঙ্কটে গরিব মানুষের জন্য ইফতার ও খাদ্যসামগ্রী দলের পক্ষ থেকে তুলে দেবেন। ইফতার পার্টি করতে নেত্রী বারণ করেছেন।

এদিন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা হয়। দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান বক্তব্য দেন।

‘রাজনীতি’ : আরও খবর

» ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলা, ‘প্র্যাকটিস ম্যাচ’ বললেন হাসনাত

» একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই: মির্জা ফখরুল

» ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেব না: শফিকুর রহমান

» বিএনপির ২৯২ প্রার্থীর মধ্যে ৮৫ জন সাবেক এমপি ও ২৩৭ জন স্নাতক

সম্প্রতি