image

তিন সপ্তাহে আট শতাধিক নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

সংবাদ অনলাইন রিপোর্ট

গত ২১ দিনে সারাদেশে বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।

আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত বৃহস্পতিবার সারাদেশে সব জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালনকালে ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

‘এছাড়া গত ১৯ মে থেকে গতকাল ৮ জুন পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ১৭১টি মামলা হয়েছে। এসব মামলায় ৮০২ জনে অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি করা হয়েছে প্রায় ৬ হাজার ৯১৫ জনের বেশি নেতাকর্মী, বলেন রিজভী।

‘রাজনীতি’ : আরও খবর

» জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে স্বামী, ১০ আসনে স্ত্রী প্রার্থী

» আজ ফের ইসি ঘেরাও করবে ছাত্রদল

সম্প্রতি